মাঘোৎসব ষড়্‌পঞ্চাশ (৫৬)
শনিবার, ১১ মাঘ ১২৯২ বঙ্গাব্দ [২৩ জানুয়ারি ১৮৮৬ খ্রিষ্টাব্দ]

এই দিনের অনুষ্ঠানে গীত ২৭টি গানের মধ্যে রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ছিল ২২টি। প্রভাতের অনুষ্ঠানে পরিবেশিত হয়েছিল ১১টি গান। এর মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ৯টি। সন্ধ্যাকালীন অনুষ্ঠানে পরিবেশিত হয়েছিল ১৬টি। এর মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ১৩টি। নিচে রবীন্দ্রনাথের রচিত গানগুলির তালিকা দেওয়া হলো।

প্রাতঃকালীন অধিবেশনে গীত রবীন্দ্রনাথের ৯টি গান:

১. শান্তিসমুদ্র তুমি গভীর [পূজা-৩৭১] [তথ্য]
২.
নিশিদিন চাহো রে তাঁর পানে [পূজা-২৮৮] [তথ্য]
৩. ডাকিছ শুনি জাগিনু প্রভু [পূজা-১৭০] [তথ্য]
৪.
অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ [পূজা-১১৪] [তথ্য]
৫.
হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি [পূজা-৩২৮] [তথ্য]
৬.
আমি দীন, অতি দীন [পূজা-৪৮৩] [তথ্য]
৭.
শুনেছে তোমার নাম অনাথ তুর জন [পূজা-৪৫১] [তথ্য]
৮.
পেয়েছি অভয়পদ, র ভয় কারে [পূজা-৪৫০] [তথ্য]
৯. মিটিল সব ক্ষুধা। [পূজা ও প্রার্থনা-৪১] [তথ্য]

সায়ংকালীন অধিবেশনে গীত রবীন্দ্রনাথ রচিত ১৩টি গান:

১. শোনো তাঁর সুধাবাণী শুভমুহূর্তে শান্তপ্রাণে [পূজা-২৮৭] [তথ্য]
২.
ডাকিছ কে তুমি তাপিত জনে তাপহরণ স্নেহকোলে  [পূজা-৪২৪] [তথ্য]
৩.
এত আনন্দধ্বনি উঠিল কোথায় [পূজা-৩২৯] [তথ্য]
৪.
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে [পূজা-৩০৪] [তথ্য]
৫.
আজি বহিছে বসন্তপবন সুমন্দ [পূজা-৩০৮] [তথ্য]
৬.
কেন জাগে না, জাগে না অবশ পরান [পূজা-৪০২] [তথ্য]
৭.
যাদের চাহিয়া তোমারে ভুলেছি [পূজা-৪০৩] [তথ্য]
৮.
তারো তারো, হরি, দীনজনে [পূজা ও প্রার্থনা-৪২] [তথ্য]
৯.
তোমার কথা হেথা কেহ তো বলে না [পূজা-৩৯৫] [তথ্য]
১০.
তোমার দেখা পাব ব'লে এসেছি-যে সখা [পূজা-৪৩৩] [তথ্য]
১১.
হায় কে দিবে আর সান্ত্বনা [পূজা-৪১৫] [তথ্য]
১২.
তোমারি মধুর রূপে ভরেছ ভুবন [পূজা-৫২৭] [তথ্য]
১৩.
তব প্রেম সুধারসে মেতেছি  [পূজা ও প্রার্থনা-৪৩] [তথ্য]