বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে।
পাঠ
ও পাঠভেদ:
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে।
পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃতনামে ॥
কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা,
কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে ॥
তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে-
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে।
অসীম আকাশ নীলশতদল তোমার কিরণে সদা ঢলঢল,
তোমার অমৃতসাগর-মাঝারে ভাসিছে অবিরামে ॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১২৯২
বঙ্গাব্দের ১১ মাঘ
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের
উৎসব অনুষ্ঠিত হয়। এই
অনুষ্ঠানে গীত ২৭টি গানের মধ্যে রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ছিল ২২টি।
এর মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ১৩টি। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই উৎসব উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ১০৭-১০৮] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)। মিশ্র কানাড়া-একতালা। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) ৪১ সংখ্যক গান। পৃষ্ঠা ৯৭-৯৮। [নমুনা]
পত্রিকা: তত্ত্ববোধিনী (চৈত্র ১৮০৭ শকাব্দ, ১২৯২ বঙ্গাব্দ)। রাগিণী কানাড়া- তাল একতালা। পৃষ্ঠা ২৪৬। [নমুনা]
রেকর্ড সূত্র: পাওয়া যায় নি।
প্রকাশের কালানুক্রম: ১২৯২ বঙ্গাব্দের আদি-ব্রাহ্মসমাজের ৫৬তম সাংবৎসরিক মাঘোৎসবের সায়ংকালীন অধিবেশনে গানটি পরিবেশিত হয়েছিল। এই সূত্রে গানটি তত্ত্ববোধিনী পত্রিকার 'চৈত্র ১২৯২ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো- ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (১৩১১ বঙ্গাব্দ)
স্বরলিপি: : [নমুনা]
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
রাগ-মিশ্র কানাড়া। তাল-একতাল। [স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২)]
রাগ-কানাড়া। তাল-একতাল। [তত্ত্ববোধিনী]
রাগ: সাহানা। তাল: একতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৫]
ব্রহ্মসঙ্গীত।
খেয়ালাঙ্গ
গ্রহস্বর-সা।
লয়-মধ্য।