মাঘোৎসব পঞ্চপঞ্চাশ
(৫৫)
শুক্রবার, ১১ মাঘ ১২৯১ বঙ্গাব্দ [২৩ জানুয়ারি ১৮৮৫ খ্রিষ্টাব্দ]।
এই উৎসবের প্রাতঃকালীন ও সায়ংকালীন উপাসনায় এবং অন্ত:পুরিকাদের ব্রহ্মোৎসবে রবীন্দ্রনাথের মোট ২৪টি ব্রহ্মসঙ্গীত পরিবেশিত হয়েছিল। এর মধ্যে ১০টি গান আদি ব্রাহ্মসমাজ গৃহে প্রাতঃকালীন উপাসনায়, ১১টি গান মহর্ষিভবনে সায়ংকালীন উপাসনায় এবং ৩টি গান মহর্ষিভবনের অন্তঃপুরে মহিলাদের ব্রহ্মোৎসবে গীত হয়। নিচে গানগুলির তালিকা দেওয়া হলো।
আদিব্রাহ্মসমাজ গৃহে প্রাতঃকালীন উপাসনার ১০টি গান
১. ওহে দয়াময়, নিখিল-আশ্রয় [পরিশিষ্ট-৩, ২] [তথ্য]
২. ডুবি অমৃতপাথারে- যাই ভুলে চরাচর [পূজা-৩৭২] [তথ্য]
৩. তাঁহার প্রেমে ডুবে [পূজা ও প্রার্থনা-২৪] [তথ্য]
৪. তবে কি ফিরিব ম্লানমুখে সখা [পূজা ও প্রার্থনা-২৫] [তথ্য]
৫. অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে [পূজা-৪৪৭] [ তথ্য]
৬. দুখ দূর করিলে [পূজা ও প্রার্থনা-২৭] [তথ্য]
৭. দেখা যদি দিলে [পূজা ও প্রার্থনা-২৬] [তথ্য]
৮. দাও হে হৃদয় ভরে দাও [পূজা ও প্রার্থনা-২৮] [তথ্য]
৯. সখা, মোদের বেঁধে রাখো [পরিশিষ্ট ৩] [তথ্য]
১০. এ কি অন্ধকার এ ভারতভূমি! [জাতীয় সংগীত-৪] [তথ্য]
সায়ংকালীন অধিবেশনে গীত রবীন্দ্রনাথ রচিত ১১টি গান:
১. এসেছে সকলে কত আশে [পূজা-৩০২] [তথ্য]
২. এ মোহ-আবরণ খুলে দাও, দাও হে [পূজা-৪২৩] [তথ্য]
উল্লেখ্য এই গানটি ১২৯৮ বঙ্গাব্দ 'মাঘোৎসব ৬২'-এ পুনরায় গীত হয়েছিল।
৩. ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে [পূজা ও প্রার্থনা-৩০] [তথ্য]
৪. চলেছে তরণী প্রসাদপবনে [পূজা ও প্রার্থনা-৩১] [তথ্য]
৫. এ পরবাসে রবে কে হায় [পূজা-৪৩৫] [তথ্য]
৬. তুমি ধন্য ধন্য হে [পূজা-৪৭৪] [তথ্য]
৭. দুয়ারে দাও মোরে রাখিয়া [পূজা-১১৭] [তথ্য]
৮. বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময় [পূজা-৩৮১] [তথ্য]
৯. তোমায় যতনে রাখিব হে [পূজা ও প্রার্থনা-৩৩] [তথ্য]
১০. সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে [পূজা-৪২০] [তথ্য]
১১. পিতার দুয়ারে দাঁড়াইয়া সবে ভুলে যাও [পূজা ও প্রার্থনা-৩২] [তথ্য]
মহর্ষিভবনের অন্তঃপুরে মহিলাদের পরিবেশিত ৩টি গান:
১. আইল আজি প্রাণসখা [পূজা ও প্রার্থনা-৩৪] [তথ্য]
২. আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে [পূজা-৪৬৩] [তথ্য]
৩. শোনো শোনো আমাদের ব্যথা [জাতীয় সংগীত-৩] [তথ্য]