মাঘোৎসব 
     দ্বিষষ্ঠিতম 
(৬২)
    রবিবার, ১১ মাঘ ১২৯৮ বঙ্গাব্দ [২৩ জানুয়ারি ১৮৯২ খ্রিষ্টাব্দ]। 
    এই দিনের উৎসবে রবীন্দ্রনাথের মোট ২টি গান পরিবেশিত হয়েছিল। উল্লিখিত গান ২টি হলো-
                  
	১. 
এ মোহ-আবরণ খুলে দাও,
দাও হে 
[পূজা-৪২৩]
[তথ্য]
	            
     ২. 
		শূন্য প্রাণ কাঁদে সদা- প্রাণেশ্বর [পূজা-৪৩৮]
		[তথ্য]
উল্লেখ্য 'এ মোহ আবরণ'- নামক গানটি ১২৯১ বঙ্গাব্দের 'মাঘোৎসব ৫৫'-এর সায়ংকালীন অধিবেশনে পরিবেশিত হয়েছিল।