বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: 
এ পরবাসে রবে কে হায়
পাঠ ও পাঠভেদ:
	
		
		এ মোহ-আবরণ খুলে দাও, দাও হে ॥
সুন্দর মুখ তব দেখি নয়ন ভরি,
চাও হৃদয়মাঝে চাও হে ॥ 
		
		
	
- তথ্যানুসন্ধান
- 
	
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না।
 ১২৯১ বঙ্গাব্দের
			আদি-ব্রাহ্মসমাজের 
			 
			পঞ্চপঞ্চাশ সাংবৎসরিক 
			মাঘোৎসবের সন্ধ্যাকালীন উপাসনায় গানটি প্রথম গীত হয়েছিল।  ধারণা করা হয়-
			রবীন্দ্রনাথ এই মাঘোৎসব উপলক্ষে এই গানটি রচিত হয়েছিল। এই সময় রবীন্দ্রনাথের 
			বয়স ছিল ২৩ বৎসর ৯ মাস বয়সের রচনা।
 
- 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- 
	গ্রন্থ:
- 
	কাব্যগ্রন্থ,
	- 
			
		অষ্টম খণ্ড [মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ। রাগিণী ইমন, তাল আড়াঠেকা।  পৃষ্ঠা: ১৯২]
[নমুনা]
- 
			
			দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৯১৬ খ্রিষ্টাব্দ, ১৩২৩ বঙ্গাব্দ। 
			ধর্ম্ম সঙ্গীত। পৃষ্ঠা: ২০৯]
			[নমুনা]
 
- 
		
		কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত।  রাগিণী  সিন্ধু, তাল মধ্যমান। পৃষ্ঠা: ৪৫০] 
		
		[নমুনা]
- 
	গান 
- 
	প্রথম সংস্করণ 
					[সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী ইমন, তাল আড়াঠেকা। পৃষ্ঠা: ২৭১। 
		[নমুনা]
- 
					
	
	দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)।
	ব্রহ্মসঙ্গীত। রাগিণী ইমন, তাল আড়াঠেকা। পৃষ্ঠা: ২৭১। 
	[নমুনা]
 
- 
	
	গানের বহি ও বাল্মীকি প্রতিভা 
				[আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। গান ২৯০। 
				কাফি-চৌতাল। পৃষ্ঠা: ২৯৩।
		[নমুনা]
				
- 
	গীতবিতান
					- 
		প্রথম খণ্ড, প্রথম সংস্করণ 
		[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ 
		বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৩২]
	[নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ৪২৩। উপ-বিভাগ : বিবিধ-৫১।
 
- 
		ধর্ম্মসঙ্গীত[ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। গান। পৃষ্ঠা: ১৮৩।
      	[নমুনা]
- 
				
	রবিচ্ছায়া(সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৫৫।
			 রাগিণী 
				ইমন-তাল আড়াঠেকা। 
	পৃষ্ঠা: ১৪৩। [	
নমুনা]
- 
				
			
			রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত।  রাগিণী 
			ইমন-তাল আড়াঠেকা। গান 
			সংখ্যা ২৯১। পৃষ্ঠা: ১০২৮ [নমুনা]
- 		
				
				
				স্বরবিতান 
		অষ্টম
				(৮) 
		খণ্ডের(মাঘ 
১৪১৫) ৪র্থ গান। পৃষ্ঠা: ১১। [নমুনা]
 
- 
			
পত্রিকা:
				- 
				
				তত্ত্ববোধিনী 
				(ফাল্গুন ১৮০৬ শকাব্দ,
				১২৯১ বঙ্গাব্দ)। 
				ইমন-আড়াঠেকা। পৃষ্ঠা: ২২৪। 
	[নমুনা]
 
- পরিবেশনা: ১২৯১ বঙ্গাব্দের ১১ মাঘ
		৫৫তম মাঘোৎসবের সায়ংকালীন অধিবেশনে প্রথম পরিবেশিত হয়েছিল।
 
 
- 
		
		গ সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		
		
			- 
			
			ভাঙা গান: 
			এটি একটি ভাঙা গান। মূল গানটি 'সঙ্গীত প্রকাশিকা' পত্রিকার ৮ম ভাগ, 
			প্রথম সংখ্যায় (১৩১৫ বঙ্গাব্দ) প্রকাশিত হয়েছিল। ক্ষেত্রমোহন গোস্বামীর 
			'কণ্ঠকৌমুদী' গ্রন্থে এর যে স্বরলিপি পাওয়া যায়। 
 মূল গান
 ইমন-আড়াঠেকা
 ঘুঁঘট পট খোলি রে নটনাগর।
 সঙ্গ কে সখি সব দূর নিকশ গেই
 পায়ে একেলি কিনি জোর॥
 দ্রষ্টব্য রবীন্দ্রসংগীতের 
ত্রিবেণী সংগম/ইন্দিরাদেবী চৌধুরানী। 
পৃষ্ঠা ২২।
 
- 
			
স্বরলিপিকার: 
			ইন্দিরাদেবী।
- 
			
			সুর ও তাল: 
			
			
		
			- 
			
			রাগ-ইমন । তাল-
			আড়াঠেকা  
			
				স্বরবিতান 
		অষ্টম
				(৮) খণ্ডের (মাঘ ১৪১৫)]   [নমুনা]
- রাগ: ইমন। 
			তাল: আড়াঠেকা
			।
			[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩৬]
- 
				
				রাগ: ইমন। তাল: আড়াঠেকা, ঢালা  
				[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
				পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৭।]
				
 
- 
			
			বিষয়াঙ্গ: 
			ব্রহ্মসঙ্গীত। 
			
- 
			
			সুরাঙ্গ: টপ্পাঙ্গ    
			
- 
			
			গ্রহস্বর: র্সা
			
- 
			
			লয়: মধ্য।