রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত।
রাগ ভৈরোঁ- তাল একাতাল। গান সংখ্যা ৩০৮ পৃষ্ঠা: ১০৩২
[নমুনা]
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান।
ইন্দিরাদেবী তাঁর 'রবীন্দ্রসঙ্গীত ত্রিবেণী সংগম' এই গানটিকে ভাঙা গান
হিসেবে তালিকাভুক্ত করেছেন। কিন্তু মূল গানের উল্লেখ নাই। তবে রাগ-তালের
উল্লেখ আছে 'ভৈঁরো-একতালা'
সুর ও তাল: স্বরলিপি নেই
রাগ: ভৈরবী। তাল: একতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯৫]