বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব’লে
পাঠ ও পাঠভেদ:
তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম,
ধন্য তোমার জগতরচনা ॥
একি অমৃতরসে চন্দ্র বিকাশিলে,
এ সমীরণ পূরিলে প্রাণহিল্লোলে ॥
একি প্রেমে তুমি ফুল ফুটাইলে,
কুসুমবন ছাইলে শ্যাম পল্লবে ॥
একি গভীর বাণী শিখালে সাগরে,
কী মধুগীতি তুলিলে নদীকল্লোলে !
একি ঢালিছ সুধা, মানবহৃদয়ে,
তাই হৃদয় গাইছে প্রেম-উল্লাসে ॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩ ব্রহ্মসঙ্গীত। রাগিণী কেদারা, তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৪৫১] [নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। রাগিণী কেদারা- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা ২৬৫] [নমুনা]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। রাগিণী কেদারা, তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ২৮৪। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০)
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৩৬] [নমুনা]
প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ৪৭৪। উপ-বিভাগ : বিবিধ-৯৯।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)। কেদারা-ঝাঁপতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৫৮। রাগিণী কেদারা-তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ১৪৪। [নমুনা: ১৪৪]
সঙ্গীত প্রকাশিকা (অগ্রহায়ণ ১৩১১ বঙ্গাব্দ)। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) ৩৭ সংখ্যক গান। পৃষ্ঠা ৮৮।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮০৬ শকাব্দ, ১২৯১ বঙ্গাব্দ)। রাগিণী কেদারা। তাল: ঝাঁপতাল। পৃষ্ঠা: ২২৫। [নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি: [নমুনা মূল স্বরলিপি] [সুরান্তর]
স্বরলিপিকার:
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (মাঘ ১৩১১ বঙ্গাব্দ) ও স্বরবিতান-৪ (চৈত্র
১৩৪৬ বঙ্গাব্দ)-এ কালীচরণ সেন-কৃত স্বরলিপি মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান-৪-এর
পরবর্তী সকল
সংস্করণে উক্ত স্বরলিপিটি সুরভেদ হিসাবে
'সুরভেদ/ছন্দোভেদ'
অংশে
মুদ্রিত
হয়েছে।
স্বরবিতান-৪-এর
১৩৬ পৃষ্ঠায় দ্রষ্টব্য।
স্বরবিতান-৪এ গৃহীত মূল স্বরলিপিটি
কার তা স্পষ্ট নয়।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
রাগ-কেদারা। তাল-ঝাঁপতাল। [স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২)]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ।
গ্রহস্বর: মা।