বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তবে কি
ফিরিব ম্লানমুখে সখা
পাঠ ও পাঠভেদ:
তবে কি ফিরিব ম্লানমুখে সখা,
জরজর প্রাণ কি জুড়াবে না।
আঁধার সংসারে আবার ফিরে যাব?
হৃদয়ের আশা পূরাবে না?
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩ ব্রহ্মসঙ্গীত। রাগিণী দেশী টোড়ি। তাল ঢিমা তেতালা। পৃষ্ঠা: ৪৫১] [নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী দেশী টোড়ি। তাল ঢিমা তেতালা। পৃষ্ঠা ২৬১ [নমুনা]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী দেশী টোড়ি। তাল ঢিমা তেতালা। পৃষ্ঠা: ২৮২। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)। ব্রহ্মসঙ্গীত
গীতবিতান
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা ২৫।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৪৮। রাগিণী দেশী টোড়ি। তাল ঢিমা তেতালা। পৃষ্ঠা: ১৩৮-১৩৯। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)। পরজ-কাওয়ালি। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান অষ্টম (৮) খণ্ডের ২৯ সংখ্যক গান। পৃষ্ঠা : ৬৭-৬৮
পত্রিকা:
তত্ত্ববোধিনী পত্রিকা (ফাল্গুন ১২৯২)
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান: এটি একটি ভাঙা গান। ইন্দিরাদেবী তাঁর 'রবীন্দ্রসঙ্গীত ত্রিবেণী সংগম' এই গানটিকে ভাঙা গান হিসেবে তালিকাভুক্ত করেছেন। কিন্তু মূল গানের উল্লেখ নাই। তবে রাগ-তালের উল্লেখ আছে 'দেশী টোড়ী-ঢিমাতেতালা'।
সুর ও তাল: