বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
চলেছে
তরণী প্রসাদপবনে
পাঠ ও পাঠভেদ:
চলেছে তরণী প্রসাদপবনে, কে যাবে এলো হে শান্তিভবনে।
এ ভব সংসারে ঘিরিছে আঁধারে, কেন রে ব’সে হেথা ম্লানমুখ।
প্রাণের বাসনা হেথায় পূরে না, হেথায় কোথা প্রেম কোথা সুখ।
এ ভবকোলাহল, এ পাপহলাহল, এ দুখশোকানল দূরে যাক।
সমুখে চাহিয়ে পুলকে গাহিয়ে চলো রে শুনে চলি তাঁর ডাক।
বিষয়ভাবনা লইয়া যাব না, তুচ্ছ সুখদুখ পড়ে থাক্।
ভবের নিশীথিনী ঘিরিবে ঘনঘোরে, তখন কার মুখ চাহিবে।
সাধের ধনজন দিয়ে বিসর্জন কিসের আশে প্রাণ রাখিবে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী
মিশ্র মল্লার- তাল রূপক। পৃষ্ঠা: ৪৫১]
[নমুনা]
প্রথম সংস্করণ
[সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী
মিশ্র মল্লার, তাল রূপক। পৃষ্ঠা ২৫৫][নমুনা]
দ্বিতীয় সংস্করণ
[ইন্ডিয়ান প্রেস। ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী মিশ্র মল্লার, তাল রূপক। পৃষ্ঠা: ২৭৭, ২৭৮।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
(আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০)
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮,
কাব্য-গ্রন্থাবলী (১৩০৩
বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
১৩৪-১৩৫]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা ৩১।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৬৬। রাগিণী মিশ্র মল্লার, তাল রূপক। পৃষ্ঠা: ১৫০। [নমুনা: ১৫০]
স্বরবিতান অষ্টম (৮) খণ্ডের সপ্তম গান। পৃষ্ঠা : ১৮-১৯।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১২৯১)। রাগিণী মিশ্র মল্লার। তাল রূপক। পৃষ্ঠা: ২২৫ [নমুনা]
রাগ: