বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
দাও হে হৃদয় ভরে দাও।
পাঠ ও পাঠভেদ:
দাও হে হৃদয় ভরে দাও।
তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে,
সুধারসে মাতোয়ারা করে দাও॥
সেই সুধারসপানে ত্রিভুবন মাতে তাহা মোরে দাও॥
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩ ব্রহ্মসঙ্গীত। রাগিণী রামকেলী-তাল কাওয়ালি। পৃষ্ঠা: ৪৫২] [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০)
গীতবিতান
প্রথম খণ্ড (বিশ্বভারতী, ১৩৩৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা' পর্যায়ের ২৮ ।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১)
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৫১। রাগিণী রামকেলী-তাল কাওয়ালী। পৃষ্ঠা: ১৩৯-১৪০। [নমুনা: ১৩৯, ১৪০]
স্বরবিতান পঞ্চচত্বারিংশ (৪৫) খণ্ডের (বিশ্বভারতী ১৪১৩) ১৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৫।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন
১২৯১)। রাগিণী রামকেলি তাল কাওয়ালি। পৃষ্ঠা: ২১৯। [নমুনা]
পরিবেশনা: ১২৯১
বঙ্গাব্দের ১১ মাঘ [শুক্রবার ২৩ জানুয়ারি] তারিখে আদি
ব্রাহ্মসমাজের পঞ্চপঞ্চাশ
সাংবৎসরিক সভা অনুষ্ঠিত হয়।
ওই উৎসবের প্রাতঃকালীন অনুষ্ঠানে গীত
হয়েছিল।
রামকেলি। ত্রিতাল
প্যালা মুঝে ভরি দেরে মতবারি মোরা
বীত গইলী সগরী রৈন ভইলী ভোর।
হম তুম পিবে ছকাই ছকাবে
দুরজন লোগ দেখ জবরেঁ করহিঁ শোর॥
স্বরলিপিকার: ইন্দিরাদেবী চৌধুরাণী
রাগ: ভৈরব তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৫৮
রাগ : রামকেলী। তাল: ত্রিতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০১