বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে
পাঠ ও পাঠভেদ:
সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে।
প্রেম-আলোকে প্রকাশো জগপতি ॥
বিপদে সম্পদে থেকো না দূরে,  সতত বিরাজো হৃদয়পুরে-
তোমা বিনে অনাথ আমি অতি হে ॥
মিছে আশা লয়ে সতত ভ্রান্ত,  তাই প্রতিদিন হতেছি শ্রান্ত,
তবু চঞ্চল বিষয়ে মতি হে-
নিবারো নিবারো প্রাণের ক্রন্দন,  কাটো হো কাটো হে এ মায়াবন্ধন
রাখো রাখো চরণে এ মিনতি হে ॥