বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
এ পরবাসে রবে কে হায়
এ পরবাসে রবে কে হায় !
কে রবে এ সংশয়
সন্তাপে শোকে
॥
হেথা কে রাখিবে
দুখভয়সঙ্কটে–
তেমন আপন কেহ
নাহি এ প্রান্তরে হায় রে
॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি প্রথম পরিবেশিত হয়েছিল
৫৫তম মাঘোৎসবে [শুক্রবার,
১১ মাঘ ১২৯১ বঙ্গাব্দ]। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৩ বৎসর ৯ মাস।
রথীন্দ্রনাথ তাঁর পিতৃস্মৃতি
গ্রন্থে- লিখেছেন- "তাঁর [অমলা দাস, চিত্তরঞ্জন দাসের ভাগিনী এবং মৃণালিনী
দেবীর সুহৃদ]
গান গাইবার ক্ষমতার পরিচয় পেয়ে বাবা তাঁকে রাধিকা গোস্বামীর কাছে হিন্দি গান
শিখতে দিলেন। অল্পদিনেই ওস্তাদি গান অনেক শিখে নিলেন। অমলাদিদির গলা যেমন অনায়াসে
খাদে খেলত তেমনি চড়াতে উঠত। তাঁর গলার উপযোগী গান
বাবা রচনা করতে লাগলেন। অমলাদিদি
গাইবেন বলে যে গানগুলি তখন বাঁধা হয়েছিল তার
মধ্যে একটা দুটো মনে পড়ে, যেমন–
চিরসখা,
ছেড়ো না মোরে ছেড়ো না,
এ পরবাসে রবে কে হায়,
কে বসিলে
আজি হৃদয়াসনে ভুবনেশ্বর
প্রভু
।
আমার
অনুমান এই গানগুলির সুর রাধিকাবাবুর কাছ থেকে বাবা নিয়েছিলেন। অমলাদিদি আসবার পর
সান্ধ্য-মজলিসে তাঁকেই বেশি গাইতে হত।
[পিতৃস্মৃতি।
রথীন্দ্রনাথ ঠাকুর। পৃষ্ঠা : ১৬]
রথীন্দ্রনাথের এই অনুমান
ঠিক নয়। কারণ এই গানটি ১২৯১ বঙ্গাব্দের মাঘোৎসবের সন্ধ্যাবেলার অধিবেশনে গানটি গীত
হয়েছিল এবং ওই বৎসরের তত্ত্ববোধিনী পত্রিকার ফাল্গুন সংখ্যায় গানটি প্রকাশিত
হয়েছিল। পক্ষান্তরে অমলাদাসের দাসের সাথে ঠাকুর বাড়ির প্রত্যক্ষ সম্পর্ক গড়ে উঠেছিল
১৩০৩ বঙ্গাব্দের দিকে।
পরিবেশনা:
৫৫তম
মাঘোৎসবের [শুক্রবার,
১১ মাঘ ১২৯১ বঙ্গাব্দ। ২৩ জানুয়ারি ১৮৮৫ খ্রিষ্টাব্দ] প্রাতঃকালীন ও সায়ংকালীন
উপাসনায় এবং অন্ত:পুরিকাদের ব্রহ্মোৎসবে রবীন্দ্রনাথের মোট ২৪টি ব্রহ্মসঙ্গীত
পরিবেশিত হয়েছিল। এর মধ্যে ১০টি গান আদি ব্রাহ্মসমাজ গৃহে প্রাতঃকালীন উপাসনায়,
১১টি গান মহর্ষিভবনে সায়ংকালীন উপাসনায় এবং ৩টি গান
মহর্ষিভবনের অন্তঃপুরে মহিলাদের ব্রহ্মোৎসবে গীত হয়। এই গানটি পরিবেশিত হয়েছিল
মহর্ষিভবনে সায়ংকালীন উপাসনায়।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান। মূল
গানটি একটি পাঞ্জবি টপ্পা। মূল গানটি শোরি মিঞার রচনা। এর কিছু পাঠভেদ আছে।
গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের 'বহুভাষা-গীত' গ্রন্থে মুদ্রিত পাঠটি নিচে দেওয়া হলো।
সিন্ধু। মধ্যতাল
ও
মিয়া বে জানেওয়ালে তানুম্
অলদিকসম ও ফিরিয়াঁ নয়নু ভালে।
আদা জাঁদা তুসী দিল্লে জঁদে
মসে জনাব গর লগদা সরসোঁ মতবালে।