বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে

আমার      হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে!
              কাতর পরান ধায় বাহু বাড়ায়ে ॥
হৃদয়ে       উথলে তরঙ্গ চরণপরশের তরে,
তারা         চরণকিরণ লয়ে কাড়াকাড়ি করে।  
               মেতেছে হৃদয় আমার, ধৈরজ না মানে-
               তোমারে ঘেরিতে চায়, নাচে সঘনে ॥
সখা,         ওইখেনেতে থাকো তুমি, যেয়ো না চলে-
আজি        হৃদয়সাগরের বাঁধ ভাঙি সবলে।
               কোথা হতে আজি প্রেমের পবন ছুটেছে,
আমার       হৃদয়ে তরঙ্গ কত নেচে উঠেছে।
               তুমি দাঁড়াও, তুমি যেয়ো না-
আমার       হৃদয়ে তরঙ্গ আজি নেচে উঠেছে ॥