বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: পূজা ৩৮১।
উপবিভাগ: বিবিধ-৯।
বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়।
তব প্রেম লাগি দিবানিশি জাগি ব্যাকুলহৃদয় ॥
তব প্রেমে কুসুম হাসে, তব প্রেমে চাঁদ বিকাশে,
প্রেমহাসি তব উষা নব নব
প্রেমে-নিমগন নিখিল নীরব,
তব প্রেম-ভরে ফিরে হা হা ক'রে উদাসী মলয় ॥
আকুল প্রাণ মম ফিরিবে না সংসারে,
ভুলেছে তোমারি রূপে নয়ন আমারি।
জলে স্থলে গগনতলে তব সুধাবাণী সতত উথলে-
শুনিয়া পরান শান্তি না মানে,
ছুটে যেতে চায় অনন্তেরই পানে,
আকুল হৃদয় খোঁজে বিশ্বময় ও প্রেম-আলয় ॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- পাঠভেদ: পাঠভেদ আছে।
স্বরবিতান-২৩-এর ৮৫ পৃষ্ঠায় লিখিত তথ্যানুসারে-
- ওহে প্রেমময়
: গানের বহি ও বাল্মীকি-প্রতিভা (১৩০০)
ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ৩ (মাঘ ১৩১৩)
ওহে দয়াময় : রবিচ্ছায়া (বৈশাখ ১২৯২)
তোমারি
রূপে নয়ন আমারি : ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ৩ (মাঘ ১৩১৩)
তোমার রূপে নয়ন আমারি : রবিচ্ছায়া
(বৈশাখ ১২৯২)
গানের বহি ও বাল্মীকি-প্রতিভা (১৩০০)
- তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান:
১২৯১ বঙ্গাব্দের ১১ই মাঘে [২৩ জানুয়ারি ১৮৮৫ খ্রিষ্টাব্দ]অনুষ্ঠিত
৫৫তম মাঘোৎসবে
মহর্ষি ভবনে
গানটি পরিবেশিত হয়েছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৩ বৎসর ৭ মাস।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩
ব্রহ্মসঙ্গীত। রাগিণী কাফি কানাড়া-তাল
ঢিমা তেতালা।
পৃষ্ঠা: ৪৫৩-৪৫৪]
[নমুনা:
প্রথমাংশ
শেষাংশ]
গান
-
প্রথম সংস্করণ
সিটি বুক সোসাইটি, ১৩১৫
বঙ্গাব্দ ব্রহ্মসঙ্গীত। রাগিণী কাফি কানাড়া-তাল
ঢিমা তেতালা। পৃষ্ঠা ২৯৪।
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান
প্রেস, ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ ।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী কাফি কানাড়া-তাল ঢিমা তেতালা। পৃষ্ঠা: ৩০৩-৩০৪]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
[আদি
ব্রাহ্মসমাজ যন্ত্র। ১৩০০ বঙ্গাব্দ। ৩২২ সংখ্যক
গান।
রাগিণী কাফি কানাড়া-তাল ঢিমা তেতালা। পৃষ্ঠা: ৩২০-৩২১] [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী
(১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল।
পৃষ্ঠা: ১৪০]
[নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
[বিশ্বভারতী,মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ। পূজা,
বিবিধ
৯ । পৃষ্ঠা ১৫৪-১৫৫]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়:
পূজা ৩৮১, উপবিভাগ বিবিধ-৯]
ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান পাবলিশিং হাউস। ১৩২১ বঙ্গাব্দ
পৃষ্ঠা ১৪৮-১৪৯]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
রবিচ্ছায়া
(সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৬৪।
রাগিণী কাফি কানাড়া-তাল ঢিমা তেতলা।
পৃষ্ঠা: ১৪৮-১৪৯।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
ব্রহ্মসঙ্গীত
স্বরলিপি তৃতীয় ভাগ
(মকর সংক্রান্তি ১৩১৩ বঙ্গাব্দ)। কাফি-কানাড়া-ঢিমেতেতালা। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত
হয়েছিল।
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী কাফি কানাড়া-তাল ঢিমা তেতলা।
গান সংখ্যা ৩২২। পৃষ্ঠা: ৩০৩৪
[নমুনা]
স্বরবিতান ত্রয়োবিংশ
(২৩) খণ্ডের ১৪ সংখ্যক গান। কাফি-কানাড়া। ঢিমা তেতালা। পৃষ্ঠা
৩৯-৪১]
[নমুনা]
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী [ফাল্গুন ১৮০৬ শকাব্দ, ১২৯১ বঙ্গাব্দ।
কাফি কানাড়া-ঢিমা তেতালা। পৃষ্ঠা: ২২৭]
[নমুনা]
রেকর্ডসূত্র: নাই
পরিবেশনা:
১২৯১ বঙ্গাব্দের ১১ই মাঘে [২৩ জানুয়ারি ১৮৮৫ খ্রিষ্টাব্দ]অনুষ্ঠিত
৫৫তম মাঘোৎসবে
গানটি পরিবেশিত হয়েছিল।
প্রকাশের কালানুক্রম: ১২৯১ বঙ্গাব্দের ১১ই মাঘে [২৩ জানুয়ারি ১৮৮৫ খ্রিষ্টাব্দ]অনুষ্ঠিত
৫৫তম মাঘোৎসবে গানটি পরিবেশিত হয়েছিল। এই সূত্রে
তত্ত্ববোধিনী পত্রিকার 'ফাল্গুন ১২৯১ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে
গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
রবিচ্ছায়া (১২৯২ বঙ্গাব্দ),
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (১৩০০
বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থাবলী
(১৩০৩ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ
,
অষ্টম খণ্ড(১৩১০ বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত
স্বরলিপি তৃতীয় ভাগ (মকর সংক্রান্তি ১৩১৩ বঙ্গাব্দ),
গান
প্রথম সংস্করণ
(১৩১৫ বঙ্গাব্দ) ও
দ্বিতীয় সংস্করণ (১৩১৬ বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত (১৩২১ বঙ্গাব্দ)
ও
কাব্যগ্রন্থ,
দশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ)।
এরপর গীতবিতানের
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
(১৩৩৮ বঙ্গাব্দ) গানটি অন্তর্ভুক্ত হয়েছিল।
১৩৪৮ বঙ্গাব্দে প্রকাশিত
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে
পূজা
পর্যায়ের
বিবিধ উপবিভাগের ৯ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩৮১ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙা
গান: এটি একটি ভাঙা গান। মূল গান-
কাফি-কানাড়া।ত্রিতাল
চাঁচর চিকুর
আধো, আধো জটাজাল।
আধো গলে বনমালা দোলে, আধো হাড়মাল
॥
আধো ভালে অলকা সাজে
আধো ভালে চাঁদ বিরাজে-
নব জলধর,
আধো কলেবর, আধো শুভ্র রজতশিখর,
পীতবসন
আধো ছাঁদন আধো বাঘছাল
দ্র:
সঙ্গীত-প্রকাশিকা
৪।১৩১১ ও রবীন্দ্র সংগীত-প্রসঙ্গ
২]
রবীন্দ্র সংগীত
গবেষণা গ্রন্থমালা-৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৯৮-৯৯।
- স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ
সেন- কৃত
স্বরলিপিটি স্বরবিতান-২৩'এর ৭৮-৭৯ পৃষ্ঠায় সুরভেদ
হিসাবে গৃহীত হয়েছে। মূল স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
- সুর ও তাল:
- তেতালা।
স্বরবিতান-২৩, তত্ত্ববোধিনী, রবিচ্ছায়া
-
রাগ:
কাফি, কানাড়া। তাল: ত্রিতাল
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা।
সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা:
৭০]।
- রাগ: কাফি, কানাড়া।
তাল: ঢিমে তেতালা
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা:
১২২।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
গ্রহস্বর: মা।