বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আইল আজি
প্রাণসখা, দেখো রে নিখিলজন।
পাঠ ও পাঠভেদ:
আইল আজি প্রাণসখা, দেখো রে নিখিলজন।
আসন বিছাইল নিশীথিনী গগনতলে,
গ্রহ তারা সভা ঘেরিয়ে দাঁড়াইল।
নীরবে বনগিরি আকাশে রহিল চাহিয়া,
থামাইল ধরা দিবসকোলাহল॥
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ
অষ্টমখণ্ড (মজুমদার
লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান
প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী
কেদারা, তাল আড়াঠেকা। পৃষ্ঠা: ৪৫৬]
[নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫
বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান
প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী কেদারা, তাল আড়াঠেকা। পৃষ্ঠা: ২৬২। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
(আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
পূজা ও প্রার্থনা ৩৪।
ধর্ম্মসঙ্গীত
(ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
রবিচ্ছায়া
(সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৫৬। রাগিণী
কেদারা-তাল আড়াঠেকা।
পৃষ্ঠা: ১৪৩। [নমুনা:
১৪৩]
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১২৯১
বঙ্গাব্দ)। রাগিনী কেদারা। তাল আড়াঠেকা। পৃষ্ঠা: ২৩০ [নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
গানটির স্বরলিপি পাওয়া যায় নি।
ভাঙা গান: সম্ভবত গানটির সুর হারিয়ে গেছে। এই গানটির সুর টপ্পা থেকে থেকে গ্রহণ করা হয়েছিল। মূল গান: খোল অব ঘুঁঘুট পট [কেদারা। আড়াঠেকা]
সুর ও তাল: