বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: আইল আজি প্রাণসখা, দেখো রে নিখিলজন।

পাঠ ও পাঠভেদ:


 আইল আজি প্রাণসখা, দেখো রে নিখিলজন।
 আসন বিছাইল নিশীথিনী গগনতলে,
গ্রহ তারা সভা ঘেরিয়ে দাঁড়াইল।
নীরবে বনগিরি আকাশে রহিল চাহিয়া,
থামাইল ধরা দিবসকোলাহল