বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে
পাঠ ও পাঠভেদ:
তোমায় যতনে রাখিব হে,
রাখিব কাছে–
প্রেমকুসুমের মধুসৌরভে, নাথ, তোমারে ভুলাব হে॥
তোমার প্রেমে, সখা, সাজিব সুন্দর–
হৃদয়হারী, তোমারি পথ রহিব চেয়ে॥
আপনি আসিবে, কেমনে ছাড়িবে আর–
মধুর হাসি বিকাশি রবে হৃদয়াকাশে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের ২৩ বৎসর বয়সের রচনা। [সূত্র : গীতবিতান কালানুক্রমিক সূচী/প্রভাতকুমার মুখোপাধ্যায়]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩ ব্রহ্মসঙ্গীত। রাগিণী দেশ খাম্বাজ- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৪৫২][নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী দেশ খাম্বাজ, তাল ঝাঁপতাল। ২৬৭-২৬৮] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী দেশ খাম্বাজ- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ২৮৬। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০)
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৩৭] [নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা ৩৩।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)। খাম্বাজ-ঝাঁপতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৬৫। রাগিণী দেশ খাম্বাজ- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ১৪৯। [নমুনা: ১৪৯]
স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) ৩৯ সংখ্যক গান। পৃষ্ঠা ৯৩-৯৪।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন
১২৯১)। রাগিণী দেশ খাম্বাজ। তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ২২৭। [নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান: এটি একটি ভাঙা গান। মূল গানটির সন্ধান পাওয়া যায় নাই। ইন্দিরাদেবী তাঁর 'রবীন্দ্রসঙ্গীতের কালানুক্রমিক সূচি' গ্রন্থে গানটির রাগ-তাল হিসেবে 'দেশখাম্বাজ-ঝাঁপতাল' উল্লেখ করেছেন।
স্বরলিপি:[নমুনা:
মূল স্বরলিপি,
সুরান্তর]
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
রাগ-দেশ-খাম্বাজ। তাল-ঝাঁপতাল। [স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২)]
রাগ : পিলু। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭২]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: পা।
লয়: মধ্যলয়।