বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
দুখ দূর
করিলে, দরশন দিয়ে মোহিলে প্রাণ
পাঠ ও পাঠভেদ:
২৭
দুখ দূর করিলে, দরশন দিয়ে মোহিলে প্রাণ॥
সপ্ত লোক ভুলে শোক তোমারে চাহিয়ে-
কোথায় আছি আমি দীন অতি দীন॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩ ব্রহ্মসঙ্গীত। রাগিণী রামকেলী, তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৪৫৩] [নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী রামকেলী, তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ২৯১। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০)
গীতবিতান
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা ২৭।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি পঞ্চম ভাগ (৯ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ)। রামকেলি-ঝাঁপতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ব্রহ্মসঙ্গীত ৫০। রাগ রামকেলী- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ১৩৯। [নমুনা: ১৩৯]
স্বরবিতান পঞ্চবিংশ (২৫) খণ্ডের ১২ সংখ্যক গান। পৃষ্ঠা ৩০।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১২৯১) রাগিণী রামকেলী, তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ২১৯। [নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান: এটি একটি ভাঙা গান।
মূল গান: বাজত বীণ প্রবীণ [রামকেলি। ঝাঁপতাল]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।