বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
দেখা যদি দিলে ছেড়ো না আর
পাঠ ও পাঠভেদ:
দেখা যদি দিলে ছেড়ো না আর, আমি অতি দীনহীন॥
নাহি কি হেথা পাপ মোহ বিপদরাশি।
তোমা বিনা একেলা নাহি ভরসা॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (মজুমদার লাইব্রেরি ১৩১০)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩ ব্রহ্মসঙ্গীত। রাগিণী বেলাবলী-তাল কাওয়ালি। পৃষ্ঠা: ৪৫৩] [নমুনা]
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী বেলাবলী। তাল কাওয়ালি। পৃষ্ঠা: ৩৭৪। [নমুনা: ৩৭৪]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)
গীতবিতান
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা ২৬।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত ৮। রাগিণী বেলাবলি-তাল কাওয়ালি।। পৃষ্ঠা: ১০৮। [নমুনা: ১০৮]
স্বরবিতান পঞ্চচত্বারিংশ (৪৫) খণ্ডের ২২ সংখ্যক গান। পৃষ্ঠা ৫২।
পত্রিকা: তত্ত্ববোধিনী (অগ্রহায়ণ ১২৯১)। রাগিণী বেলাবলী। তাল কাওয়ালি। পৃষ্ঠা: ১৬৭ [নমুনা]
পিয়া বিন কৈসে ধীরজ ধরিয়ে নে
কোন লাগত পল।
জাগত জাগত গিনত তারে ও নে বিন
মোরি নে কোন পরত কাল॥