বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: হায় কে দিবে আর সান্ত্বনা
	
		
			
				       
					হায় কে দিবে আর সান্ত্বনা।    
                
				    সকলে গিয়েছে হে, তুমি যেয়ো না- 
								চাহো প্রসন্ন নয়নে, প্রভু, দীন অধীন জনে ॥    চারি 
				    দিকে চাই, হেরি না কাহারে।    
				
				    কেন গেলে ফেলে একলা আঁধারে-    
				
				    হেরো হে শূন্য ভুবন মম ॥ 
				
			
		
	
	- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- পাঠভেদ: পাঠভেদ আছে। স্বরবিতান-২৩’এর ৮৫ পৃষ্ঠা দ্র:।
          
 শূন্য ভুবন মম:   গীতবিতান (আশ্বিন ১৩৩৮ ও ভাদ্র ১৩৪৫)
 শূন্য ভবন মম:   গানের বহি ও বাল্মীকি-প্রতিভা (১৩০০)
 কাব্যগ্রন্থাবলী (আশ্বিন ১৩০৩)
                                    ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ২ (মাঘ ১৩১২)
 
- তথ্যানুসন্ধান
		- ক. রচনাকাল ও স্থান:
		গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১২৯২ বঙ্গাব্দের ১১ মাঘ ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে গীত ২৭টি গানের মধ্যে রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ছিল ২২টি। এর মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ১৩টি। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই উৎসব উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ৯ মাস। 
 [রবীন্দ্রনাথের 
		২৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
 
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
গ্রন্থ:
			
- 
			পত্রিকা:
				- 
				তত্ত্ববোধিনী (চৈত্র ১৮০৭ শকাব্দ, ১২৯২ বঙ্গাব্দ)। রাগিণী দেশ। তাল কাওয়ালি। পৃষ্ঠা: ২৪৭। 			
					[নমুনা]
				
- 
				
				বীণাবাদিনী (কার্তিক ১৩০৫ বঙ্গাব্দ)। 
স্বরলিপি-সহ মুত্রিত। 
কিন্তু স্বরলিপিকারের নাম পাওয়া
	যায় না।     
				
 
- 
			
			প্রকাশের কালানুক্রম: ১১ মাঘ ১২৯২ বঙ্গাব্দ 
	শনিবার ২৩ জানুয়ারি 
তারিখে ষড়্পঞ্চাশ সাংবৎসরিক 
	মাঘোৎসব উপলক্ষে সায়ংকালীন উপাসনায় গানটি পরিবেশিত হয়।
			
 
 
- গ. সঙ্গীতবিষয়ক  তথ্যাবলি: 
		এটি একটি ভাঙা গান। 
			ইন্দিরাদেবী 
চৌধুরানী তাঁর রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম গ্রন্থে, এই গানটিকে তারানা ভাঙাগান 
হিসেবে উল্লেখ করেছেন। মূল গানটি হলো 'তানানা দ্রে দ্রে' [দেশ। ত্রিতাল।]
 স্বরবিতান-২৩’এ 
গৃহীত মূল স্বরলিপিটি কার তা 
স্পষ্ট নয়।
			
			কাঙ্গালীচরণ সেন-কৃত 
	স্বরলিপিটি ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-২য় ভাগ’
থেকে স্বরবিতান-২৩’
-এর 
৮৩ পৃষ্ঠায় সুরভেদ হিসাবে গৃহীত হয়েছে। 
	[নমুনা]
- 
			
			সুর ও 
	তাল:
				- 
				রাগ-দেশ। 
তাল-ত্রিতাল। [স্বরবিতান ত্রয়োবিংশ] 
				
- 
				রাগ-দেশ। 
তাল-কাওয়ালি  [তত্ত্ববোধিনী]
				
- 
				রাগ-দেশ। 
তাল-ত্রিতাল।
				
				[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, 
	প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], 
			
			পৃষ্ঠা: ৮৩।
				
- 
				রাগ-দেশ। 
তাল-ত্রিতাল।
				[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ 
	রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], 
				পৃষ্ঠা: ১৪৪।
	
 
- 
			বিষয়াঙ্গ:
			ব্রহ্মসঙ্গীত।
- 
			
			সুরাঙ্গ:
			খেয়ালাঙ্গ।
			
- 
			গ্রহস্বর: সা।
- 
			লয়:
			মধ্য।