শোনো তাঁর
সুধাবাণী শুভমুহূর্তে শান্তপ্রাণে―
ছাড়ো ছাড়ো কোলাহল,
ছাড়ো রে আপন
কথা
॥
আকাশে দিবানিশি উথলে সঙ্গীতধ্বনি
তাঁহার,
কে শুনে সে
মধুবীণারব―
অধীর বিশ্ব শূন্যপথে হল বাহির॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অষ্টম খণ্ড [মজুমদার
লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ।
রাগিণী
ইমন
কল্যাণ-তাল চৌতাল।
পৃষ্ঠা:
২
দশম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ, ১৯১৬
খ্রিষ্টাব্দ। ধর্ম্মসঙ্গীত। পৃষ্ঠা:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী ইমন কল্যাণ-তাল চৌতাল। পৃষ্ঠা: ৪৬২] [নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।রাগিণী ইমন কল্যাণ-তাল চৌতাল। পৃষ্ঠা: ২৯৫-২৯৬] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী ইমন কল্যাণ-তাল চৌতাল। পৃষ্ঠা: ৩০৪। [নমুনা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত 'কাব্যগ্রন্থাবলী'- ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৬৪] [নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী, মাঘ ১৩৪৮, পর্যায়: পূজা, উপবিভাগ: জাগরণ ২৩, পৃষ্ঠা: ১১৭] [নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ২৮৭। উপবিভাগ: জাগরণ: ২৪।
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ১৮৭]। [নমুনা]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)। ইমন কল্যাণ-চৌতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান সপ্তবিংশ (২৭) খণ্ডের ১৮-সংখ্যক গান। পৃষ্ঠা ৫৩-৫৪। [নমুনা]
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফল্গুন ১৮০৭ শকাব্দ, ১২৯২ বঙ্গাব্দ)। ইমনকল্যাণ-চৌতাল। পৃষ্ঠা ১২৩। [নমুনা]
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি
প্রকাশের
কালানুক্রম: ১১
মাঘ ১২৯২ বঙ্গাব্দ
[শনিবার
২৪
জানুয়ারি
১৮৮৬ খ্রিষ্টাব্দ]
তারিখে
ষড়্পঞ্চাশ
সাংবৎসরিক
মাঘোৎসব
উপলক্ষে সায়ংকালীন উপাসনায় গানটি পরিবেশিত হয়েছিল।
এই সূত্রে তত্ত্ববোধিনী
পত্রিকার 'ফাল্গুন ১২৯২ বঙ্গাব্দ' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর
যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো
হলো-কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড
(১৩১০
বঙ্গাব্দ),
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (১৩০০ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থাবলী
(১৩০৩ বঙ্গাব্দ),
গান
প্রথম সংস্করণ
(১৩১৫ বঙ্গাব্দ),
গান দ্বিতীয় সংস্করণ
(১৩১৬
বঙ্গাব্দ)
ধর্ম্মসঙ্গীত (১৩২১ বঙ্গাব্দ)
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (১৩১৮
বঙ্গাব্দ)
ও
কাব্যগ্রন্থ
দশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান -এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত 'কাব্যগ্রন্থাবলী'-
ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
জাগরণ উপবিভাগের ২৪ সংখ্যক গান হিসেবে। ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৮৭ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
ভাঙা গান:
এটি একটি
ভাঙা গান। মূল গানটি বিলাস সেন-এর রচিত।
মূলগান: ইমনকল্যাণ।
চৌতাল।
সুধে মুদ্রা সুধে
বাণী
সুধে সঙ্গত সুধে তান,
সুধে অচ্ছর সুধে গ্রাম সুধে সাঁচি লে আকার।
আরোহী অবরোহী উলট পালট বিলোম কর
ওড়ব খড়ব সম্পূরণ তিনকে বেওরে সুধ নি॥
স্বরলিপি:
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান সপ্তবিংশ (২৭) খণ্ডে ( বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে ইমনকল্যাণ ও চৌতালের উল্লেখ পাওয়া যায়।
রাগ : ইমনকল্যাণ। তাল : চৌতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৯।
রাগ: ইমনকল্যাণ। তাল: চৌতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৭।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: র্সধা।
লয়: মধ্য।