বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
শোনো তাঁর সুধাবাণী শুভমুহূর্তে শান্তপ্রাণে
পাঠ ও পাঠভেদ:

শোনো তাঁর সুধাবাণী শুভমুহূর্তে শান্তপ্রাণে
ছাড়ো ছাড়ো কোলাহল, ছাড়ো রে পন কথা
কাশে দিবানিশি উথলে সঙ্গী
তধ্বনি তাঁহার,
         কে শুনে সে মধুবীণারব
     অধীর বিশ্ব শূন্যপথে হল বাহির