বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
পেয়েছি অভয়পদ,
আর
ভয় কারে
পাঠ ও পাঠভেদ:
পেয়েছি অভয়পদ,
আর
ভয় কারে-
আনন্দে
চলেছি ভবপারাবারপারে
॥
মধুর শীতল ছায়
শোক তাপ দূরে যায়,
করুণাকিরণ তাঁর অরুণ
বিকাশে।
জীবনে মরণে
আর
কভু না ছাড়িব তাঁরে
॥
পাণ্ডুলিপির পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১২৯২
বঙ্গাব্দের ১১ মাঘ
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের
উৎসব অনুষ্ঠিত হয়। এই
অনুষ্ঠানে গীত ২৭টি গানের মধ্যে রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ছিল ২২টি।
এর মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ১৩টি। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই উৎসব উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]