গান সংখ্যা :
শিরোনাম:
নিশিদিন চাহো রে তাঁর পানে
।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
পূজা:
২৮৮
নিশিদিন চাহো রে তাঁর পানে।
বিকশিত প্রাণ
তাঁর গুণগানে
॥
হেরো রে অন্তরে
সে মুখ সুন্দর,
ভোলো দুঃখ
তাঁর প্রেমমধুপানে
॥
- পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
- পাঠভেদ:
পাঠভেদ
আছে।
ভোলো দুখ তাঁর প্রেম-মধু
পানে
:
গান
(১৯০৯)
ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি
৫
(বৈশাখ
১৩১৬)
ভোলো দুঃখ তাঁর প্রেম-মধুপানে
:
গীতবিতান
(আশ্বিন
১৩৩৮)
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১২৯২ বঙ্গাব্দের ১১ মাঘ
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের
উৎসব অনুষ্ঠিত হয়। এই
অনুষ্ঠানে গীত ২৭টি গানের মধ্যে রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ছিল ২২টি।
এর মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ১৩টি। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই উৎসব উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- পত্রিকা:
-
তত্ত্ববোধনী
(ফাল্গুন
১৮০৭ শকাব্দ,
১২৯২ বঙ্গাব্দ)।
যোগিঞা-কাওয়ালি।
পৃষ্ঠা:২১৯-১০।
[নমুনা
প্রথমাংশ]
[শেষাংশ]
- রেকর্ডসূত্র: পাওয়া যায় নি
-
প্রকাশের কালানুক্রম:
১২৯২
বঙ্গাব্দের ১১ই মাঘ
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক
মাঘোৎসব
উপলক্ষে প্রাতঃকালীন উপাসনায় গানটি পরিবেশিত হয়।
এই সূত্রে
তত্ত্ববোধনী
পত্রিকার 'ফাল্গুন ১২৯২ বঙ্গাব্দ' সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
এরপর
যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
(১৩০০
বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড
(১৩১০ বঙ্গাব্দ)
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি পঞ্চম ভাগ
'১৩১৬ বঙ্গাব্দ',
গান
প্রথম সংস্করণ
(১৩১৫ বঙ্গাব্দ)
ও
গান
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬
বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত 'কাব্যগ্রন্থাবলী'-
ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
জাগরণ
উপবিভাগের ২৫ সংখ্যক গান হিসেবে। ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৮৮ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
- ভাঙা গান: এটি একটি ভাঙা
গান।
মূল গান-
যোগিয়া।
আড়াঠেকা।
আজু মন-ভাবন যোগী আয়ে,
কর লিয়ে বীণা হর-গুণ গায়ে।
অঙ্গ বিভূত-কানন কুণ্ডল,
শীষ-জটা-পর ফণিগণ সোহে॥
[সঙ্গীতচন্দ্রিকা।
পৃষ্ঠা : ১০৬। গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। ১৪১৫।]
- স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
[ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-৫ম
ভাগ থেকে স্বরবিতান-২৫-এ
স্বরলিপিটি
গৃহীত হয়েছে।]
- সুর ও তাল:
-
রাগ-যোগিয়া।
তাল-ত্রিতাল।
স্বরবিতান-২৫।
-
রাগ-যোগিয়া।
তাল-কাওয়ালি।
তত্ত্ববোধিনী,
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ৫ম ভাগ)
-
রাগ: যোগিয়া। তাল:
ত্রিতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৬৩।
-
রাগ:
যোগিয়া। তাল: ত্রিতাল
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ১০৯।
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ।
-
গ্রহস্বর: সা