বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
যাদের চাহিয়া তোমারে ভুলেছি তার
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: পূজা: ৪০৩
যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো
চাহে না আমারে;
তারা আসে,
তারা চলে যায় দূরে,
ফেলে যায় মরু-মাঝারে
॥
দু দিনের হাসি
দু দিনে ফুরায়,
দীপ নিভে যায় আঁধারে
;
কে রহে তখন
মুছাতে নয়ন,
ডেকে ডেকে মরি কাহারে
?।
যাহা পাই তাই
ঘরে নিয়ে যাই আপনার মন ভুলাতে—
শেষে দেখি হায়
ভেঙে সব যায়,
ধুলা হয়ে যায় ধুলাতে।
সুখের আশায় মরি
পিপাসায় ডুবে মরি দুখপাথারে—
রবি শশী তারা
কোথা হয় হারা,
দেখিতে না পাই তোমারে
॥
- পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
- পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১২৯২
বঙ্গাব্দের ১১ মাঘ
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের
উৎসব অনুষ্ঠিত হয়। এই
অনুষ্ঠানে গীত ২৭টি গানের মধ্যে রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ছিল ২২টি।
এর মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ১৩টি। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই উৎসব উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- পত্রিকা:
-
তত্ত্ববোধিনী
(চৈত্র ১৮০৭ শকাব্দ,
১২৯২ বঙ্গাব্দ)।
মিশ্র কেদারা-একতাল।
পৃষ্ঠা ২৪৬-৪৭।
[নমুনা]
- আলোচনা [ফাল্গুন ১২৯২।
পুষ্পস্তবক। ইমন ভূপালি-একতালা]
[নমুনা]
-
রেকর্ড: নাই।
- প্রকাশের
কালানুক্রম:
১১ মাঘ
১২৯২ বঙ্গাব্দে
মহর্ষিভবনে
ষড়্পঞ্চাশ
মাঘোৎসবের সায়ংকালীন উপাসনায় গানটি পরিবেশিত হয়েছিল।
গ.সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার : কালীচরণ
সেন-কৃত স্বরলিপিটি ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-১ম ভাগ থেকে স্বরবিতান-৪ -এর
১২৯ পৃষ্ঠায় সুরভেদ হিসাবে গৃহীত হয়েছে।
সুরভেদের এ স্বরলিপিটি ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ১ম ভাগ ও
স্বরবিতান ৪র্থ খণ্ড (চৈত্র ১৩৪৬ বঙ্গাব্দ)-এ
গৃহীত হয়েছিল।
স্বরবিতান-৪-এ
গৃহীত মূল
স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
-
সুর ও তাল:
-
স্বরবিতান
চতুর্থ (৪) (মাঘ ১৪১২)
খণ্ডে গৃহীত স্বরলিপিতে রাগ-তালের
নাম
হিসেবে
উল্লেখ রয়েছে যথাক্রমে
মিশ্র কদারা ও
একতাল।
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ
-
গ্রহস্বর:
র্সা।
-
লয়:
মধ্য।