বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ডাকিছ কে তুমি তাপিত জনে তাপহরণ স্নেহকোলে
পাঠ ও পাঠভেদ:
ডাকিছ কে তুমি তাপিত জনে তাপহরণ স্নেহকোলে ॥
        নয়নসলিলে ফুটেছে হাসি,
ডাক শুনে সবে ছুটে চলে তাপহরণ স্নেহকোলে ॥
ফিরিছে যারা পথে পথে, ভিক্ষা মাগিছে দ্বারে দ্বারে
        শুনেছে তাহারা তব করুণা-
দুখীজনে তুমি নেবে তুলে তাপহরণ স্নেহকোলে ॥