ডাকিছ কে তুমি তাপিত জনে তাপহরণ স্নেহকোলে ॥
নয়নসলিলে ফুটেছে হাসি,
ডাক শুনে সবে ছুটে চলে তাপহরণ স্নেহকোলে ॥
ফিরিছে যারা পথে পথে, ভিক্ষা মাগিছে দ্বারে দ্বারে
শুনেছে তাহারা তব করুণা-
দুখীজনে তুমি নেবে তুলে তাপহরণ স্নেহকোলে ॥
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
খাম্বাজ।
ধামার
হাঁ
রে ডফ বাজন লাগে খেলন চলিয়ে
সব মিল
আয়ে হৈঁ বার বার
॥
তিনকীই ধুন শুন
মোহ লই ব্রজকী নার,
নিকস
আয়ীঁ সব ঘরকে দ্বার
॥
অবীর গুলালকে বাদর ছায়ে,
কেশরকী চমকী পিচকার
আনন্দ ধুম মচী হোরিকী
কহুঁ কাহ্নকী ন শুনে পুকার
॥
-অদারঙ্গ
সঙ্গীত-চন্দ্রিকা
২
দ্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৪৪।
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ
সেন
সুর ও তাল:
রাগ-খাম্বাজ।
তাল-ধামার। স্বরবিতান-২২,
তত্ত্ববোধিনী,
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-২য় ভাগ।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।