বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ডাকিছ কে তুমি তাপিত জনে তাপহরণ স্নেহকোলে
পাঠ ও পাঠভেদ:
ডাকিছ কে তুমি তাপিত জনে তাপহরণ স্নেহকোলে ॥
নয়নসলিলে ফুটেছে হাসি,
ডাক শুনে সবে ছুটে চলে তাপহরণ স্নেহকোলে ॥
ফিরিছে যারা পথে পথে, ভিক্ষা মাগিছে দ্বারে দ্বারে
শুনেছে তাহারা তব করুণা-
দুখীজনে তুমি নেবে তুলে তাপহরণ স্নেহকোলে ॥
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১২৯২
বঙ্গাব্দের ১১ মাঘ
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের
উৎসব অনুষ্ঠিত হয়। এই
অনুষ্ঠানে গীত ২৭টি গানের মধ্যে রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ছিল ২২টি।
এর মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ১৩টি। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই উৎসব উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৯১৬ খ্রিষ্টাব্দ, ১৩২৩ বঙ্গাব্দ। ধর্ম্ম
সঙ্গীত। পৃষ্ঠা: ৩০১]
[নমুনা]
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী খাম্বাজ-তাল ধামার। পৃষ্ঠা: ৪৫৯]
[নমুনা]
- গান
-
প্রথম সংস্করণ
[সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী খাম্বাজ-তাল ধামার। পৃষ্ঠা ২৫৯]
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ
[ইন্ডিয়ান প্রেস ১৩১৬ বঙ্গাব্দ ।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী খাম্বাজ-তাল ধামার। পৃষ্ঠা: ২৮১।
[নমুনা]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
[আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। গান ৩৫৫।
রাগিণী খাম্বাজ-তাল ধামার। পৃষ্ঠা: ৩৫৪।
[নমুনা]
-
গীতবিতান
-
ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। গান। পৃষ্ঠা: ১৮৪।
[নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত
স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)।
খাম্বাজ-ধামার। কাঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। গান সংখ্যা: ৩৫৫।
খাম্বাজ-ধামার।
পৃষ্ঠা: ১০৪১
[নমুনা]
-
স্বরবিতান দ্বাবিংশ
(২২) খণ্ডের ১১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩১-৩৩।
[নমুনা]
-
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮০৭
শকাব্দ,
১২৯২
বঙ্গাব্দ)। রাগিণী খাম্বাজ। তাল ধামার।
পৃষ্ঠা ২২৩-২৪। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
পরিবেশনা: ১১ মাঘ ১২৯২
বঙ্গাব্দ শনিবার ২৩ জানুয়ারি ১৮৮৬ তারিখে
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের সায়ংকালীন উপাসনায় গানটি পরিবেশিত
হয়।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
ভাঙা গান: এটি একটি
ভাঙা গান। মূল গান-
খাম্বাজ।
ধামার
হাঁ
রে ডফ বাজন লাগে খেলন চলিয়ে
সব মিল
আয়ে হৈঁ বার বার
তিনকীই ধুন শুন
মোহ লই ব্রজকী নার
নিকস
আয়ীঁ সব ঘরকে দ্বার
অবীর গুলালকে বাদর ছায়ে
,
কেশরকী চমকী পিচকার
আনন্দ ধুম মচী হোরিকী
কহুঁ কাহ্নকী ন শুনে পুকার
॥
-অদারঙ্গ
সঙ্গীত-চন্দ্রিকা
২
দ্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৪৪।
-
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
-
সুর ও তাল:
-
রাগ-খাম্বাজ।
তাল-ধামার। স্বরবিতান-২২ তত্ত্ববোধিনী,
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-২য় ভাগ।
- রাগ: খাম্বাজ। তাল: ধামার
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৫৩]
- রাগ: খাম্বাজ তাল: ধামার।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯৪।]
-
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ।
- গ্রহস্বর: সা।
-
লয়: মধ্য।