বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
তারো তারো, হরি, দীনজনে।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
পূজা ও প্রার্থনা:
৪২
তারো তারো, হরি, দীনজনে।
ডাকো
তোমার পথে, করুণাময়, পূজনসাধনহীন জনে॥
অকূল
সাগরে না হেরি ত্রাণ, পাপে তাপে জীর্ণ এ প্রাণ-
মরণমাঝারে শরণ দাও হে, রাখো এ দুর্বল ক্ষীণজনে॥
ঘেরিল
যামিনী, নিভিল আলো, বৃথা কাজে মম দিন ফুরালো-
পথ
নাহি, প্রভু পাথেয় নাহি- ডাকি তোমারে প্রাণপণে।
দিকহারা
সদা মরি যে ঘুরে, যাই তোমা হতে দূর সুদূরে,
পথ
হারাই রসাতলপুরে- অন্ধ এ লোচন মোহঘনে॥
- পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
Ms.n- 434 -এর গানটি পাওয়া যায়।
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১২৯২
বঙ্গাব্দের ১১ মাঘ
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের
উৎসব অনুষ্ঠিত হয়। এই
অনুষ্ঠানে গীত ২৭টি গানের মধ্যে রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ছিল ২২টি।
এর মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ১৩টি। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই উৎসব উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী কাফি-তাল যৎ।
পৃষ্ঠা: ৪৬০][নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ
[সিটি বুক সোসাইটি, ১৩১৫
বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী কাফি-তাল
যৎ। পৃষ্ঠা ২৬২
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ
[ইন্ডিয়ান
প্রেস ১৩১৬
বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী কাফি-তাল যৎ। পৃষ্ঠা: ২৮২। [নমুনা]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা[ আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)]
গান সংখ্যা ৩৬৫। রাগিণী কাফি-তাল যৎ
[নমুনা:
প্রথমাংশশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্য-গ্রন্থাবলী (১৩০৩
বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৫৫-১৫৬]
পৃষ্ঠা:
৩৬২-৩৬৩। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
পূজা ও
প্রার্থনা ৪২। উপ-বিভাগ:
বিবিধ ৯৮।
-
ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১]। গান। পৃষ্ঠা: ১৪৩।
[নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত
স্বরলিপি পঞ্চম ভাগ (৯ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ)
কাফি-কাওয়ালি।
কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ
মুদ্রিত হয়েছিল।
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। গান সংখ্যা: ৩৬৫। রাগিণী কাফি-তাল যৎ। পৃষ্ঠা:
১০৪৩ [নমুনা]
-
স্বরবিতান পঞ্চবিংশ
(২৫) খণ্ডের ১০ সংখ্যক গান।
পৃষ্ঠা ২৫-২৬।
[নমুনা]
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
-
সুর ও তাল:
-
রাগ: কাফি। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৫৪]।কাফি। তাল: ত্রিতাল।[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৫৪]।
- রাগ: কাফি। তাল: ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯৫