বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম: আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি সুগন্ধ হে।
পাঠ ও পাঠভেদ:
আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি সুগন্ধ হে।
কত আকুল প্রাণ আজি গাহিছে গান, চাহে তোমারি পানে আনন্দে হে ॥
জ্বলে তোমার আলোক দ্যুলোকভূলোকে গগন-উৎসবপ্রাঙ্গণে–
চিরজ্যোতি পাইছে চন্দ্র তারা, আঁখি পাইছে অন্ধ হে ॥
তব মধুরমুখভাতিবিহসিত প্রেমবিকশিত অন্তরে
কত ভকত ডাকিছে, 'নাথ, যাচি দিবসরজনী তব সঙ্গ হে।'
উঠে সজনে প্রান্তরে লোকলোকান্তরে যশোগাথা কত ছন্দে হে–
ওই ভবশরণ, প্রভু অভয়পদ তব সুর মানব মুনি বন্দে হে ॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
৫০]
[নমুনা]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী বাহার- তাল তেওরা। পৃষ্ঠা: ৪৫৬] [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ। গান সংখ্যা ৩৩৮। রাগিণী সাহানা- তাল তেওরা। পৃষ্ঠা: ৩৩৮-৩৩৯] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৪৪] [নমুনা]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ৪র্থ ভাগ (বৈশাখ ১৩১৫ বঙ্গাব্দ)। বাহার-তেওড়া। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
পত্রিকা:
তত্ত্ববোধিনী [চৈত্র ১৮০৭ শকাব্দ, ১২৯২ বঙ্গাব্দ। বাহার-তেওরা। পৃষ্ঠা: ২৪৬] [নমুনা
বাহার।
তেওরা
আজু বহত সুগন্ধ পবন সুমন্দ মধুর
বসন্তমেঁ,
হর মকুর পর যুথ মধুপ মদহর নিরত কর রব কুঞ্জমেঁ
॥
কহি
কোয়লিয়া কুহু করহি
আঙ্গমেঁ,
কহি বেলি চামেলি গুলাব গেঁদা
চম্পরঙ্গ বিরঙ্গমেঁ
॥
ইত যোবন মদমাতি যুবতী
জ্বলি রহী বিন কান্তমেঁ,
পুকার ঘন হা নাথ নাথ বিহত ভই প্রাণান্তমেঁ ।
শুনি শ্রবণ রঙ্গনাথ কহত বচাবে নাথ
কুসঙ্গমেঁ,
এহি রঙ্গ ঢঙ্গ
অনঙ্গ মদসোঁ উতারী রাখ সুসঙ্গমেঁ
॥
দ্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৬২।
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপিটি 'ব্রহ্মসঙ্গীত স্বরবিতান-চতুর্থ ভাগ' থেকে
স্বরবিতান-২৩- এর ৭১ পৃষ্ঠায়
সুরভেদ হিসাবে গৃহীত হয়েছে। মূল স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
সুর ও তাল:
রাগ-বাহার। তাল-তেওরা। [স্বরবিতান-২৩, তত্ত্ববোধিনী]
রাগ: বাহার। তাল: তেওরা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
গ্রহস্বর: ধ।
লয়: মধ্য।