বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি সুগন্ধ হে
।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: পূজা:
৩০৮
আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি সুগন্ধ হে।
কত আকুল প্রাণ আজি গাহিছে গান, চাহে তোমারি পানে আনন্দে হে ॥
জ্বলে তোমার আলোক দ্যুলোকভূলোকে গগন-উৎসবপ্রাঙ্গণে–
চিরজ্যোতি পাইছে চন্দ্র তারা, আঁখি পাইছে অন্ধ হে ॥
তব মধুরমুখভাতিবিহসিত প্রেমবিকশিত অন্তরে
কত ভকত ডাকিছে, 'নাথ, যাচি দিবসরজনী তব সঙ্গ হে।'
উঠে সজনে প্রান্তরে লোকলোকান্তরে যশোগাথা কত ছন্দে হে–
ওই ভবশরণ, প্রভু অভয়পদ তব সুর মানব মুনি বন্দে হে ॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান:
- ক. রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১২৯২
বঙ্গাব্দের ১১ মাঘ
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের
উৎসব অনুষ্ঠিত হয়। এই
অনুষ্ঠানে গীত ২৭টি গানের মধ্যে রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ছিল ২২টি।
এর মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ১৩টি। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই উৎসব উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড [মজুমদার লাইব্রেরি, ১৩১০
বঙ্গাব্দ।
রাগিণী বাহার- তাল
তেওরা।
পৃষ্ঠা:
১৭৯-১৮০]
[নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
-
দশম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ, ১৯১৬ খ্রিষ্টাব্দ।
ধর্মসঙ্গীত। পৃষ্ঠা ২৫০]
[নমুনা]
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী বাহার- তাল তেওরা। পৃষ্ঠা: ৪৫৬]
[নমুনা]
-
গান
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
[আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ।
গান সংখ্যা ৩৩৮।
রাগিণী
সাহানা- তাল তেওরা। পৃষ্ঠা: ৩৩৮-৩৩৯] [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী
(১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৪৪]
[নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
[বিশ্বভারতী, মাঘ ১৩৪৮। পর্যায়:
পূজা,
উপবিভাগ:
উৎসব
৭, পৃষ্ঠা: ১২৫]
[নমুনা]
- অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী,কার্তিক ১৪১২) পর্যায়:
পূজা ৩০৭,
উপবিভাগ:
উৎসব ৭।
-
গীতিচর্চ্চা [বিশ্বভারতী, ১৩৩২
বঙ্গাব্দ। গান সংখ্যা ১০০। পৃষ্ঠা ৭৬]
[নমুনা]
-
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ।
পৃষ্ঠা: ১৩৭]
[নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ৪র্থ ভাগ (বৈশাখ ১৩১৫ বঙ্গাব্দ)।
বাহার-তেওড়া। কাঙ্গালীচরণ সেন-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১) গান সংখ্যা: ৩৩৮। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী বাহার- তাল তেওরা। পৃষ্ঠা: ১০৩৮ [নমুনা]
-
স্বরবিতান ত্রয়োবিংশ (২৩) খণ্ডের ১ম গান। পৃষ্ঠা: ৫-৬।
[নমুনা]
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী [চৈত্র ১৮০৭
শকাব্দ, ১২৯২ বঙ্গাব্দ। বাহার-তেওরা। পৃষ্ঠা: ২৪৬]
[নমুনা
- সঙ্গীত-প্রকাশিকা (ফাল্গুন
১৩১১ বঙ্গাব্দ)। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
-
রেকর্ডসূত্র: ১৯১৫ খ্রিষ্টাব্দের ভিতরে এই গানটির একটি রেকর্ড
প্রকাশ করেছিল জোনোফিন রেকর্ড কোম্পানি। শিল্পী ছিলেন বলাইদাস শীল।
রেকর্ড নম্বর
x3-102157/x3-102155। পরবরতী নম্বর
N 106
।
-
প্রকাশের কালানুক্রম:
১২৯২
বঙ্গাব্দের
১১ই মাঘ
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের
সায়ংকালীন অধিবেশনে গানটি প্রথম পরিবেশিত হয়েছিল। এই সূত্রে গানটি
তত্ত্ববোধিনী পত্রিকার 'চৈত্র
১২৯২ বঙ্গাব্দ' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। এরপর যে সকল পত্রিকা ও
গ্রন্থাদিতে অন্ত্রভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হল-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
(১৩০০ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড
(১৩১০
বঙ্গাব্দ), সঙ্গীত-প্রকাশিকা 'ফাল্গুন ১৩১১
বঙ্গাব্দ' সংখ্যা,
গান
প্রথম সংস্করণ
(১৩১৫ বঙ্গাব্দ) ও
দ্বিতীয়
সংস্করণ (১৩১৬ বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ
দশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ) ও
গীতিচর্চ্চা (১৩৩২ বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৯ বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতান-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণে
১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত 'কাব্যগ্রন্থাবলী'-
ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
উৎসব
উপবিভাগের
সপ্তম গান হিসেবে। ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩০৮ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙা গান:
এটি একটি ভাঙা গান। মূল গানটি রঙ্গনাথ (যদুভট্ট)-এর রচনা। [শ্রবণ
নমুনা: মনোজ মূরলী]
বাহার।
তেওরা
আজু বহত সুগন্ধ পবন সুমন্দ মধুর
বসন্তমেঁ,
হর মকুর পর যুথ মধুপ মদহর নিরত কর রব কুঞ্জমেঁ
॥
কহি
কোয়লিয়া কুহু করহি
আমুবাকে ডার রঙ্গমেঁ,
কহি বেলি চামেলি গুলাব গেঁদা
চম্পরঙ্গ বিরঙ্গমেঁ
॥
ইত যোবন মদমাতি যুবতী
জ্বলি রহী বিন কান্তমেঁ,
পুকার ঘন হা নাথ নাথ বিহত ভই প্রাণান্তমেঁ ।
শুনি শ্রবণ রঙ্গনাথ কহত বচাবে নাথ
কুসঙ্গমেঁ,
এহি রঙ্গ ঢঙ্গ
অনঙ্গ মদসোঁ উতারী রাখ সুসঙ্গমেঁ
দ্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৬২।
-
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপিটি 'ব্রহ্মসঙ্গীত স্বরবিতান-চতুর্থ ভাগ' থেকে
স্বরবিতান-২৩- এর ৭১ পৃষ্ঠায়
সুরভেদ হিসাবে গৃহীত হয়েছে। মূল স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
-
সুর ও তাল:
-
রাগ-বাহার। তাল-তেওরা। [স্বরবিতান-২৩, তত্ত্ববোধিনী]
-
রাগ: বাহার। তাল:
তেওরা
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।
- রাগ: বাহার। তাল: তেওরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫১]
-
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
-
সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ
-
গ্রহস্বর: ধ।
-
লয়: মধ্য।