বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
তোমার দেখা পাব ব'লে
এসেছি-যে সখা
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
পূজা:
৪৪৩
তোমার দেখা পাব ব'লে
এসেছি-যে সখা !
শুন প্রিয়তম হে,
কোথা আছ লুকাইয়ে-
তব গোপন বিজন
গৃহে লয়ে যাও
॥
দেহো গো সরায়ে
তপন তারকা,
আবরণ সব দূর
করো হে,
মোচন করো তিমির-
জগত-আড়ালে থেকো
না বিরলে,
লুকায়ো না
আপনারি মহিমা-মাঝে-
তোমার গৃহের
দ্বার খুলে দাও
॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
পাওয়া যায় নি।
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১২৯২
বঙ্গাব্দের ১১ মাঘ
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের
উৎসব অনুষ্ঠিত হয়। এই
অনুষ্ঠানে গীত ২৭টি গানের মধ্যে রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ছিল ২২টি।
এর মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ১৩টি। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই উৎসব উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
গীতবিতান
- ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান
প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ।
পৃষ্ঠা:
১৭৩]
[নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)।
গৌড়মল্লার-কাওয়ালি। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ
মুদ্রিত হয়েছিল।
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। গান সংখ্যা: ৩৬৩। গৌড়মল্লার-কাওয়ালি।
পৃষ্ঠা: ১০৪২-১০৪৩ [নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
-
স্বরবিতান ষড়্বিংশ
(২৬) খণ্ডের ২২ সংখ্যক গান।
পৃষ্ঠা ৫০-৫১।
[নমুনা]
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী [চৈত্র ১৮০৭ শকাব্দ,
১২৯২ বঙ্গাব্দ।
রাগিণী
গৌড় মল্লার। তাল কাওয়ালি।
পৃষ্ঠা ২৪৭]
[নমুনা]
-
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি।
-
প্রকাশের
কালানুক্রম:
১২৯২ বঙ্গাব্দের
১১ই মাঘ
(শনিবার ২৩
জানুয়ারি ১৮৮৬
খ্রিষ্টাব্দ)
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবে গানটি প্রথম
পরিবেশিত হয়ৈছিল।
এই সূত্রে
তত্ত্ববোধিনী পত্রিকার 'চৈত্র ১২৯২ বঙ্গাব্দ'
সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল
গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
(১৩০০ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থাবলী(১৩০৩ বঙ্গাব্দ,
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড
(১৩১০
বঙ্গাব্দ),
গান
প্রথম সংস্করণ
(১৩১৫ বঙ্গাব্দ) ও
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬
বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ) ও
কাব্যগ্রন্থ
দশম খণ্ড
১৩২৩ বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
-এ
গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল-
কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে
। এরপর
গীতবিতান-এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের বিবিধ উপবিভাগের ৬১
সংখ্যক গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের
৪৪৩ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল। গানটি
একইভাবে অখণ্ড গীতবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান। মুল গান-
[মল্লার। ত্রিতাল]
কর কঙনওয়া মোর ছিন লিনু কালা
শুন পিয়ারওয়া
ময় গারি দেউঙ্গি
তুকা মোরে
সঁইয়া মারোরি
তেরি ঘরওয়া
যাব দে॥
লেহর লেহর লেহবাওত, বুঁদ বরষত
ফার...
, মেহেরওযাকি
সঘন
দারুরি
পিলাওয়ে... মারাওয়ে
হমার বতিয়াঁ
সমজ মান লে
॥
[আনন্দ-সঙ্গীত পত্রিকা ৯।১৩২২]
সূত্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা/তৃতীয় খণ্ড। শ্রীপ্রফুল্লকুমার
দাস। সুরঙ্গমা। কলিকতা। ২৬ বৈশাখ ১৩৬৭। পৃষ্ঠা ৭০]
-
স্বরলিপিকার:
কালীচরণ সেন-কৃত স্বরলিপিটি
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-প্রথম ভাগ’
থেকে স্বরবিতান
-২৬’এর
১২৮ পৃষ্ঠায় সুরভেদ হিসাবে গৃহীত হয়েছে।
স্বরবিতান-২৬’এ
গৃহীত মূল স্বরলিপিটি কার
তা স্পষ্ট নয়।
-
সুর ও তাল:
-
রাগ-গৌড় মল্লার।
তাল-ত্রিতাল [স্বরবিতান-৪। মূল স্বরলিপি]
-
রাগ-গৌড় মল্লার।
তাল-কাওয়ালি [স্বরবিতান ৪। সুরান্তর]
- রাগ:
গৌড় মল্লার। তাল:
ত্রিতাল
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।
পৃষ্ঠা: ৫৬]
- রাগ:
গৌড় মল্লার। তাল:
ত্রিতাল [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত
আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯৯।]
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ।
-
গ্রহস্বর: রা।
-
লয়: মধ্য।