বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আমি
দীন,
অতি দীন।
পাঠ ও পাঠভেদ:
আমি দীন, অতি দীন-
কেমনে শুধিব, নাথ হে, তব করুণাঋণ ॥
তব স্নেহ শত ধারে ডুবাইছে সংসারে,
তাপিত হৃদিমাঝে ঝরিছে নিশিদিন ॥
হৃদয়ে যা আছে দিব তব কাছে,
তোমারি এ প্রেম দিব তোমারে-
চিরদিন তব কাজে রহিব জগতমাঝে,
জীবন করেছি তোমার চরণতলে লীন ॥
পাঠভেদ আছে।
স্বরবিতান-২৩-এর ৮৫ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ অনুসারে,
পাঠভেদ দেখানো হলো।
তাপিত হৃদি মাঝে : গানের বহি ও বাল্মীকি প্রতিভা (১৩০০)
:
ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ৩ (মাঘ ১৩১৩)
তাপিত হৃদয়মাঝে
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮ ও ভাদ্র ১৩১৩)
তথ্যানুসন্ধান
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী রামকিরি - তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৪৫৭][নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী রামকিরি- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ২৬৯। [নমুনা: নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০)
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৪৬] [নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ৪৮৩। উপ-বিভাগ : বিবিধ-১০৮।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি তৃতীয় ভাগ (মকর সংক্রান্তি ১৩১৩ বঙ্গাব্দ)। রামকেলি-ঝাঁপতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান ত্রয়োবিংশ (২৩) খণ্ডের চতুর্থ গান। পৃষ্ঠা ১২-১৩ ।
পত্রিকা: তত্ত্ববোধিনী (ফাল্গুন-চৈত্র ১৮০৭ শকাব্দ, ১২৯২ বঙ্গাব্দ)। রামকিরি রামকেলী-ঝাঁপতাল। পৃষ্ঠা ২২২। [নমুনা]
পরিবেশনা:
১১ মাঘ ১২৯২
বঙ্গাব্দ শনিবার ২৩ জানুয়ারি ১৮৮৬ তারিখে
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের প্রাতঃকালীন উপাসনায় গানটি পরিবেশিত হয়।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটি ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-৩য় ভাগ’ থেকে স্বরবিতান-২৩’-এর ৭২ পৃষ্ঠায় সুরভেদ হিসাবে গৃহীত হয়েছে। মূল স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
সুর ও তাল:
রাগ-রামকেলী। তাল-ঝাঁপতাল। স্বরবিতান-২৩, তত্ত্ববোধিনী
রাগ: রামকেলী । তাল: ঝাঁপতাল [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩২।]
রাগ: রামকেলী। তাল: ঝাঁপতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১]। পৃষ্ঠা: ৬১]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: মা।
লয়: মধ্য।