বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম:  তোমারি মধুর রূপে ভরেছ ভুবন

পাঠ ও পাঠভেদ:

    তোমারি মধুর রূপে ভরেছ ভুবন

   মুগ্ধ নয়ন মম, পুলকিত মোহিত মন

তরণ অরুণ নবীনভাতি, পূর্ণিমাপ্রসন্ন রাতি,

   রূপরাশি-বিকশিত-তনু কুসুমবন

   তোমা-পানে চাহি সকলে সুন্দর,

   রূপ হেরি আকুল অন্তর

তোমারে ঘেরিয়া ফিরে নিরন্তর তোমার প্রেম চাহি

উঠে সঙ্গীত তোমার পানে, গগন পূর্ণ প্রেমগানে

  তোমার চরণ করেছে বরণ নিখিলজন

তথ্যানুসন্ধান