বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম: তোমারি মধুর রূপে ভরেছ ভুবন
পাঠ ও পাঠভেদ:
তোমারি মধুর রূপে ভরেছ ভুবন–
মুগ্ধ নয়ন মম, পুলকিত মোহিত মন ॥
তরণ অরুণ নবীনভাতি, পূর্ণিমাপ্রসন্ন রাতি,
রূপরাশি-বিকশিত-তনু কুসুমবন ॥
তোমা-পানে চাহি সকলে সুন্দর,
রূপ হেরি আকুল অন্তর।
তোমারে ঘেরিয়া ফিরে নিরন্তর তোমার প্রেম চাহি।
উঠে সঙ্গীত তোমার পানে, গগন পূর্ণ প্রেমগানে–
তোমার চরণ করেছে বরণ নিখিলজন ॥
পাণ্ডুলিপির পাঠ: পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায় নি।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১২৯২
বঙ্গাব্দের ১১ মাঘ
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের
উৎসব অনুষ্ঠিত হয়। এই
অনুষ্ঠানে গীত ২৭টি গানের মধ্যে রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ছিল ২২টি।
এর মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ১৩টি। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই উৎসব উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্য-গ্রন্থ , অষ্টমভাগ ( মজুমদার লাইব্রেরি। ১৩১০ বঙ্গাব্দ), ব্রহ্মসঙ্গীত। পৃষ্ঠা: ২১৭ [নমুনা]
কাব্য-গ্রন্থ , দশমভাগ ( ইন্ডিয়ান প্রেস। ১৩২৩ বঙ্গাব্দ), ধর্ম্ম-সঙ্গীত। পৃষ্ঠা: ২৫৫ [নমুনা]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী ঝিঁঝিট-তাল চৌতাল। পৃষ্ঠা: ৪৬০][নমুনা]
গান
সিটি বুক সোসাইটি, ১৩১৫
বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান
প্রেস
(১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী
ঝিঁঝিট-তাল চৌতাল। পৃষ্ঠা: ২৮৮। [নমুনা:
২৮৮]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (১৩০০ বঙ্গাব্দ)।
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৫৫]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।।
স্বরবিতান দ্বাবিংশ (২২) খণ্ডের ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৪২-৪৪।
পত্রিকা:
তত্ত্ববোধিনী
(চৈত্র ১৮০৭ শকাব্দ,
১২৯২
বঙ্গাব্দ)।
ঝিঁঝিট-চৌতাল।
পৃষ্ঠা ২৪৭-৪৮।
[নমুনা]
পরিবেশনা: ১১ মাঘ ১২৯২ বঙ্গাব্দ শনিবার ২৩ জানুয়ারি ১৮৮৬ তারিখে ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসব উপলক্ষে সায়ংকালীন উপাসনায় গানটি পরিবেশিত হয়।
ঝিঁঝিট।চৌতাল
তেরো হি নয়্নবাণ, ভোঁহে ধনুক
চন্দ্রবদন পর ঝলকত মোহত মন ॥
অরুণ বরণ অধর দন্ত, কুন্দন বহার দেত,
সোহে এয়সী শিরপর বণী নাগকে ফণী ॥
শ্রবণ কুণ্ডল নাসা বেসার, কণ্ঠমাল ভূজ-মৃণাল,
কুচ উতঙ্গ, নাভ ভমর, পহরে নীল সারি ।
কটি কিঙ্কিণি কদলী খম্ব জঙ্ঘ চরণ কণক নূপুর,
চলত চাল গত মরাল ষোবন তরী ॥
গীতসূত্রসার-২
দ্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ১৫-১৭।
স্বরলিপিকার: কালীচরণ সেন।
সুর ও তাল:
রাগ-ঝিঁঝিট। তাল-চৌতাল। স্বরবিতান-২২, তত্ত্ববোধিনী
রাগ ঝিঁঝিট। তাল চৌতাল [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৫৭ ।
রাগ: ঝিঁঝিট। তাল চৌতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ১০০।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: মা।
লয়: মধ্য।