বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত।
		শিরোনাম: 
		
শুনেছে তোমার নাম অনাথ 
আতুর 
জন
   
	
   
শুনেছে তোমার নাম অনাথ আতুর 
		জন-
    এসেছে তোমার দ্বারে, শূন্য ফেরে না যেন ॥ 
কাঁদে যারা নিরাশায়  আঁখি যেন মুছে যায়,    
    যেন গো অভয় পায় ত্রাসে কম্পিত মন ॥ 
কত শত আছে দীন   অভাগা আলয়হীন,    
    শোকে জীর্ণ প্রাণ কত কাঁদিতেছে নিশিদিন। 
পাপে যারা ডুবিয়াছে    যারা তারা কার কাছে-    
    কোথা হায় পথ আছে, দাও তারে দরশন ॥ 
	- 
	
	পাণ্ডুলিপির পাঠ: 
	পাওয়া যায়নি।
- 
	
	পাঠভেদ: 
	 
- 
	
	
	তথ্যানুসন্ধান
	
		- 
		ক. রচনাকাল ও স্থান: গানটির 
		রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১২৯২
 বঙ্গাব্দের ১১ মাঘ
		ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের
	উৎসব অনুষ্ঠিত হয়। এই 
    অনুষ্ঠানে গীত ২৭টি গানের মধ্যে রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা ছিল ২২টি। 
    এর মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ১৩টি। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই উৎসব উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন। 
    এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ৯ মাস।
 [রবীন্দ্রনাথের 
		২৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
 
		- 
		
		খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- 
			
পত্রিকা:
			
			
				- 
				
				
				
				তত্ত্ববোধিনী (ফল্গুন ১৮০৭ শকাব্দ,
				১২৯২ 
				বঙ্গাব্দ)। মিশ্র বেলাওল-ঝাঁপতাল। পৃষ্ঠা ২২২-২৩।
 
- 
			
			প্রকাশের 
			কালানুক্রম: ১১ 
			মাঘ ১২৯২ বঙ্গাব্দ শনিবার ২৩ জানুয়ারি ১৮৮৬ তারিখে
			
			ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসব উপলক্ষে প্রাতঃকালীন উপাসনায় গানটি 
			পরিবেশিত হয়।
 
 
- 
		
		গ.
		
		সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
		
		
			- 
			
			
			স্বরলিপিকার:
			
			
			কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটি ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-২য় ভাগ' 
			থেকে 
			স্বরবিতান-৪-এর 
			১৩৯ পৃষ্ঠায় সুরভেদ হিসাবে গৃহীত হয়েছে। সুরভেদের এই স্বরলিপিটি 
			ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ২য় ভাগ  ও স্বরবিতান ৪র্থ খণ্ড (চৈত্র ১৩৪৬ 
			বঙ্গাব্দ)'এ 
			গৃহীত হয়েছিল। স্বরবিতান-৪-এ 
			গৃহীত মূল স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।    
 [কাঙ্গালীচরণ 
			সেন-কৃত স্বরলিপির তালিকা]
- 
			
			সুর 
			ও 
			তাল:
				- 
				
				
				
			স্বরবিতান 
				চতুর্থ(৪) খণ্ডের (মাঘ ১৪১২) 
				গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে 
				
				মিশ্র বেলাওল ও 
				ঝাঁপতালের 
				উল্লেখ পাওয়া যায়। 
- 
				
				রাগ : 
				মিশ্র 
				বিলাবল। তাল : 
				ঝাঁপতাল। [রবীন্দ্রসংগীত: 
				রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], 
				
			
				পৃষ্ঠা: ৭৮।
- 
				
				
				রাগ: 
				বিলাবল।
				
				তাল: 
				
				ঝাঁপতাল
				[রাগরাগিণীর 
				এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ 
				রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], 
				পৃষ্ঠা: 
				১৩৬।
 
- 
	
			বিষয়াঙ্গ: 
			ব্রহ্মসঙ্গীত।
			
- 
	
			সুরাঙ্গ:
			ধ্রুপদাঙ্গ।
			
- 
			
			
			গ্রহস্বর: 
			
			রা। 
- 
			
			
			লয়: 
			মধ্য।