বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: ওই পোহাইল তিমিররাতি।

পাঠ ও পাঠভেদ:

ওই পোহাইল তিমিররাতি।

পূর্বগগনে দেখা দিল নব প্রভাতছটা,

জীবনে-যৌবনে হৃদয়ে-বাহিরে

প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি

কে পাঠালে এ শুভদিন নিদ্রা-মাঝে,

মহা মহোল্লাসে জাগাইলে চরাচর,

সুমঙ্গ আশীর্বাদ বরষিলে

করি প্রচার সুখবারতা-

তুমি চির সাথের সাথি