বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
ওই পোহাইল তিমিররাতি।
পাঠ ও পাঠভেদ:
ওই পোহাইল তিমিররাতি।
পূর্বগগনে দেখা দিল নব প্রভাতছটা,
জীবনে-যৌবনে হৃদয়ে-বাহিরে
প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি ॥
কে পাঠালে এ শুভদিন নিদ্রা-মাঝে,
মহা মহোল্লাসে জাগাইলে চরাচর,
সুমঙ্গল আশীর্বাদ বরষিলে
করি প্রচার সুখবারতা-
তুমি চির সাথের
সাথি
॥
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত
'কাব্যগ্রন্থাবলী'-
ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙ্গাগান: এটি
একটি ভাঙা গান। মূল গান-আলাইয়া। কাওয়ালি (ত্রিতাল)।
দেরে
না দেরে না দানি দিম্ তানা না না না না
তাদারে
দানি তাদানি দেরে না দানি দিম্
অরে
সুঘর মিলি গত্ বজাওয়ত
ধাকিটি
কিটিধা কিটিকিটি ধুম্ কিটি
কিটিধুম্ কিটিকিটি কিটি তাগ্ ধা
ধেৎলাং
ধুমকিটি তাকা ধুম্ কিটি ধেরে
কিটিতাক্ ধুম কিটিতাক্।।
কণ্ঠকৌমুদী
রবীন্দ্রসঙ্গীতের ত্রিবেণী সংগম/ইন্দিরাদেবী চৌধুরানী।
রবীন্দ্রসঙ্গীত গবেষণা-গ্রন্থমালা/ প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৭২-৭৩
স্বরলিপিকার:
স্বরবিতান-২৪-এর ৭১-৭২ পৃষ্ঠায় কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটি সুরভেদ
হিসাবে দেখানো
হয়েছে। স্বরবিতান-২৪-তে
গৃহীত মূল স্বরলিপিটি কার তা জানা যায় না।
রাগ-আলাইয়া।
তাল-ত্রিতাল [স্বরবিতান-২৪]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ
গ্রহস্বর-র্সা।
লয়-মধ্য।
। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী
আলাহিয়া- তাল কাওয়ালি।
পৃষ্ঠা: ৪৬৪][নমুনা]
[রবীন্দ্রনাথের
২৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৯
বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণে
১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত 'কাব্যগ্রন্থাবলী'-
ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
উৎসব
উপবিভাগের
ষষ্ঠ
গান হিসেবে। ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩০৭ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
তোম্ তানা নানা নানা দের্ দের্ দিম্
তাদিয়ানা রেতারে দানি দোস্
নাদের্ দের্ দানি তোম্ দের্ দের্
ধেতোম্ তোম্ দের্ দের্ দের্ দের্
তানা নানা নানা তানা দের্ না দানি।।