২৮ 
বৎসর অতিক্রান্ত বয়স 
২৫ বৈশাখ ১২৯৬ বঙ্গাব্দ থেকে ২৪ 
বৈশাখ ১২৯৭ বঙ্গাব্দ পর্যন্ত (৭ মে ১৮৮৮- ৬ মে ১৮৮৯ খ্রিষ্টাব্দ)
	 
গত বৎসরে বৈশাখ মাসে 
রবীন্দ্রনাথ খিরকি-তে যান। এই বৎসরের জ্যৈষ্ঠ মাসের ৩ তারিখে খিরকিতে বসে তিনি 
'বর্ষার দিনে' কবিতাটি রচনা করেন।  এই কবিতা মানসী কাব্যগ্রন্থে স্থান পেয়েছে।  
[মানসী, রবীন্দ্ররচনাবলী দ্বিতীয় খণ্ড, বিশ্বভারতী। শ্রাবণ ১৩৯১। পৃষ্ঠা : 
২৪৮-২৫০]। কবিতাটির নিচে, স্থান-তারিখের জায়গায় লেখা আছে— 
রোজব্যঙ্ক্। খিরকি/৭ জ্যৈষ্ঠ ১৮৮৯।
রবীন্দ্রনাথ এই কবিতটিতে পরে সুরারোপ করে গানে পরিণত করেন। এই গানটি হলো—
            এমন দিনে তারে 
বলা যায়।
এই গানটির আদি পাঠ লেখার সময় 
রবীন্দ্রনাথের বয়স ছিল ২৮ বৎসর ১ মাস।
 ১২৯৬ বঙ্গাব্দের 
		
		চৈত্রের শেষে শান্তিনিকেতনে এসেছিলেন। ১২৯৭ বঙ্গাব্দের ১লা বৈশাখ উপাসনা-ভাষণের শেষে রবীন্দ্রনাথ রচিত দুটি গান পরিবেশিত হয়েছিল। গান দুটি 
		হলো-
রবীন্দ্রনাথ রাজা ও রানী 
নাটকের গানগুলো কবে লিখেছিলেন, তা জানা যায় না। এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল 
২৫ শ্রাবণ ১২৯৬ বঙ্গাব্দ [শুক্রবার ৯ আগষ্ট ১৮৮৮ খ্রিষ্টাব্দ] এই নাটক প্রকাশের 
সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৮ বৎসর ৩ মাস। নিচে এই নাটকের গানগুলোর তালিকা দেওয়া 
হলো।
ও আঁখিরে ফিরে ফিরে চেয়ো না
যদি আসে তবে কেন যেতে চায়
এরা পরকে আপন করে
বাজিবে সখী বাঁশি বাজিবে
এবার যমের দুয়োর খোলা পেয়ে
আমি নিশিদিন তোমায় ভালোবাসি
বঁধু তোমায় করব রাজা তরুতলে
আজ আসবে শ্যাম গোকুলে ফিরে