বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
হে মন, তাঁরে দেখো আঁখি খুলিয়ে
- গীতবিতান
(বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: পূজা ও প্রার্থনা
:
৫২
হে মন, তাঁরে দেখো আঁখি খুলিয়ে
যিনি আছেন সদা অন্তরে॥
সবারে ছাড়ি প্রভু করো তাঁরে,
দেহ মন ধন যৌবন রাখো তাঁর অধীনে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১২৯৪
বঙ্গাব্দের ১১ই মাঘ
[২৪ জানুয়ারি ১৮৮৮ খ্রিষ্টাব্দ] আদি ব্রাহ্মসমাজের
অষ্টপঞ্চাশতৎ
সাম্বৎসরিক মাঘোৎসব
উৎসব অনুষ্ঠিত হয়েছিল। উক্ত উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ মোট ১৭টি গান
রচনা করেছিলেন।
এর ভিতরে এই গানটি ছিল
প্রাতঃকালীন অধিবেশনের ৮টি গানের ষষ্ঠ গান ।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৬ বৎসর ৮-৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৬ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড
(ইন্ডিয়ান প্রেস ১৩১০ বঙ্গাব্দ)] বেলাবলী-রূপক। পৃষ্ঠা: ২৬০
[নমুনা]
-
কাব্যগ্রন্থাবলী[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত।
বেলাবলী-রূপক।
পৃষ্ঠা: ৪৬৪][নমুনা]
- গান
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা(আদি ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০)।
ব্রহ্মসঙ্গীত। পৃষ্ঠা: ৩৮৫-৩৮৬ [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম
ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২৪৮]
[নমুনা]
- অখণ্ড,
তৃতীয়
সংস্করণ
(বিশ্বভারতী,
কার্তিক ১৪১২),
পর্যায়:
পূজা ও
প্রার্থনা ৫২,
পৃষ্ঠা: । [নমুনা]
- ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
৪র্থ ভাগ (বৈশাখ ১৩১৫ বঙ্গাব্দ)। বেলাবলী-রূপক।
কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। গান সংখ্যা: ৩৯৬।
বেলাবলী-রূপক। পৃষ্ঠা: ১০৪৮
-
স্বরবিতান চতুর্বিংশ (২৪)
খণ্ড (বিশ্বভারতী,
),
গান
সংখ্যা:
২৫,
পৃষ্ঠা
৬৬।
[নমুনা]
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১২৯৪)।
- গ.
সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- ভাঙা গান:
এটি একটি ভাঙা গান। ইন্দিরাদেবী চৌধুরানী তাঁর 'রবীন্দ্রসংগীত
ত্রিবেণীসংগম' গ্রন্থে মূল গান হিসেবে উল্লেখ করেছেন 'এ মনকে আঁখ
[বেলাবলী। রূপক]
- স্বরলিপি:
[স্বরলিপি]
- স্বরলিপিকার:
- সুর
ও তাল:
-
স্বরবিতান
চতুর্বিংশ
(২৪)
খণ্ডে
(বিশ্বভারতী,
)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি
মাত্রা ছন্দে '' তালে নিবদ্ধ।
- রাগ :
বিলাবল। তাল : রূপক। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা: ৮৫।
- রাগ:
বেলাবলী।
তাল:
রূপক,
তেওরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১]
পৃষ্ঠা: ১৪৭।
- বিষয়াঙ্গ:
- সুরাঙ্গ:
- গ্রহস্বর:
- লয়: