হে মন, তাঁরে দেখো আঁখি খুলিয়ে
যিনি আছেন সদা অন্তরে॥
সবারে ছাড়ি প্রভু করো তাঁরে,
দেহ মন ধন যৌবন রাখো তাঁর অধীনে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১২৯৪
বঙ্গাব্দের ১১ই মাঘ
[২৪ জানুয়ারি ১৮৮৮ খ্রিষ্টাব্দ] আদি ব্রাহ্মসমাজের
অষ্টপঞ্চাশতৎ
সাম্বৎসরিক মাঘোৎসব
উৎসব অনুষ্ঠিত হয়েছিল। উক্ত উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ মোট ১৭টি গান
রচনা করেছিলেন।
এর ভিতরে এই গানটি ছিল
প্রাতঃকালীন অধিবেশনের ৮টি গানের ষষ্ঠ গান।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৬ বৎসর ৮-৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৬ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)।
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। বেলাবলী-রূপক। পৃষ্ঠা: ৪৬৪][নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০)। ব্রহ্মসঙ্গীত।
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ২৪৮] [নমুনা]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: পূজা ও প্রার্থনা ৫২, পৃষ্ঠা: । [নমুনা]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ৪র্থ ভাগ (বৈশাখ ১৩১৫ বঙ্গাব্দ)। বেলাবলী-রূপক। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান চতুর্বিংশ (২৪) খণ্ড (বিশ্বভারতী, ), গান সংখ্যা: ২৫, পৃষ্ঠা ৬৬।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১২৯৪)।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: ১১
মাঘ ১২৯৪ বঙ্গাব্দ
(মঙ্গলবার
২৪
জানুয়ারি
১৮৮৮) তারিখে
অষ্টপঞ্চাশৎ
সাম্বৎসরিক
মাঘোৎসব
অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রাতঃকালীন অধিবেশনে গানটি
প্রথম গীত
হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
ভাঙা গান: এটি একটি ভাঙা গান। ইন্দিরাদেবী চৌধুরানী তাঁর 'রবীন্দ্রসংগীত ত্রিবেণীসংগম' গ্রন্থে মূল গান হিসেবে উল্লেখ করেছেন 'এ মনকে আঁখ [বেলাবলী। রূপক]
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার:
সুর ও তাল:
স্বরবিতান চতুর্বিংশ (২৪) খণ্ডে (বিশ্বভারতী, ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি মাত্রা ছন্দে '' তালে নিবদ্ধ।
রাগ : বিলাবল। তাল : রূপক। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৫।
রাগ: বেলাবলী। তাল: রূপক, তেওরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৭।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর:
লয়: