মাঘোৎসব
অষ্টপঞ্চাশ
(৫৮)
মঙ্গলবার, ১১ মাঘ ১২৯৪ বঙ্গাব্দ [২৪ জানুয়ারি ১৮৮৮ খ্রিষ্টাব্দ]
এই দিনের উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ মোট ১৭টি গান রচনা করেছিলেন। উক্ত গানগুলির ৮টি সকালে ও অবশিষ্ট ৯টি সন্ধ্যায় মহর্ষিভবনের প্রাঙ্গনে পরিবেশিত হয়েছিল। নিচে গানগুলির তালিকা দেওয়া হলো।
প্রাতঃকালীন অধিবেশনের ৮টি গান
১. তুমি আপনি জাগাও মোরে তব সুধাপরশ [পূজা-২৮৫] [তথ্য]
২. নূতন প্রাণ দাও, প্রাণসখা আজি সুপ্রভাতে [পূজা-২৮৬][তথ্য]
৩. জাগ্রত বিশ্বকোলাহল-মাঝে [পূজা-৩৭০] [তথ্য]
৪. কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে [পূজা-৪৪৫] [তথ্য]
৫. সবে আনন্দ করো [পূজা-২৮৪] [তথ্য]
৬. হে মন, তাঁরে দেখো [পূজা ও প্রার্থনা-৫২] [তথ্য]
৭. আজি হেরি সংসার অমৃতময় [পূজা-৫৪০] [তথ্য]
৮. তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী [পূজা-১১৩] [তথ্য]
সায়ংকালীন অধিবেশনের ৯টি:
১. শ্রান্ত কেন ওহে পান্থ [পূজা-৪৫৭] [তথ্য]
২. পূর্ণ-আনন্দ পূর্ণমঙ্গলরূপে হৃদয়ে এসো [পূজা-৪১৯] [তথ্য]
৩. অসীম আকাশে অগণ্য কিরণ [পূজা-৩৯৮] [তথ্য]
৪. আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি [পূজা-৪২২] [তথ্য]
৫. জগতে তুমি রাজা [পূজা-৪৭৩] [তথ্য]
৬. জরজর প্রাণে, নাথ [পূজা-৫১৩] [তথ্য]
৭. জাগিতে হবে রে [পূজা-১৮০] [তথ্য]
৮. নাথ হে, প্রেমপথে সব বাধা ভাঙিয়া দাও [পূজা-৪১৮] [তথ্য]
৯. হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে [পূজা-৪০১] [তথ্য]