বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তুমি আপনি জাগাও মোরে তব সুধাপরশে
পাঠ ও পাঠভেদ:
তুমি আপনি জাগাও মোরে তব সুধাপরশে-
হৃদয়নাথ, তিমিররজনী-অবসানে হেরি তোমারে ॥
ধীরে ধীরে
বিকাশো হৃদয়গগনে বিমল তব মুখভাতি
॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অষ্টম খণ্ড [মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ। ভৈরোঁ-কাওয়ালি। পৃষ্ঠা: ২১৫]
দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ, ১৯১৬ খ্রিষ্টাব্দ। ধর্ম্মসঙ্গীত। পৃষ্ঠা: ২৭৮] [নমুনা]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। ভৈরোঁ-কাওয়ালি। পৃষ্ঠা: ৪৬৩] [নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। ভৈরোঁ-কাওয়ালি। পৃষ্ঠা: ২৬৩] [নমুনা]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। ভৈরোঁ-কাওয়ালি। পৃষ্ঠা: ২৫৩। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। ভৈরোঁ-কাওয়ালি। পৃষ্ঠা ৩৮৫। [নমুনা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত 'কাব্যগ্রন্থাবলী'- ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৬৬
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী, মাঘ ১৩৪৮, পর্যায়: পূজা, উপবিভাগ: জাগরণ ২২, পৃষ্ঠা: ১১৭] [নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ২৮৫। উপবিভাগ: জাগরণ: ২২।
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ১৬৪] [নমুনা]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। ভৈরো-কাওয়ালি। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) ৪৮-সংখ্যক গান। পৃষ্ঠা ১২০। [নমুনা মূল স্বরলিপি] [সুরান্তর]
পত্রিকা:
তত্ত্ববোধিনী [ফাল্গুন ১৮০৫ শকাব্দ ১২৯৪ বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
ভৈরোঁ–কাওয়ালি।
পৃষ্ঠা: ১৯৯] [নমুনা]
রেকর্ডসূত্র: পাওয়া যায় নি।
প্রকাশের কালানুক্রম:
১২৯৪ বঙ্গাব্দের ১১ই মাঘ
[২৪ জানুয়ারি ১৮৮৮ খ্রিষ্টাব্দ]
আদি ব্রাহ্মসমাজের
অষ্টপঞ্চাশতৎ সাম্বৎসরিক মাঘোৎসবের
প্রাতঃকালীন অধিবেশনে গানটি গীত হয়েছিল।
এই সূত্রে
তত্ত্ববোধিনী পত্রিকার 'ফাল্গুন ১২৯৪ বঙ্গাব্দ'
সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত
হয়ে গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
(১৩০০
বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থাবলী
(১৩০৩ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড
(১৩১০ বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত
স্বরলিপি দ্বিতীয় ভাগ (১৩১২ বঙ্গাব্দ),
গান
প্রথম সংস্করণ
(১৩১৫ বঙ্গাব্দ),
গান
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬
বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত (১৩২১ বঙ্গাব্দ) ও
কাব্যগ্রন্থ
দশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান -এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত 'কাব্যগ্রন্থাবলী'-
ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
জাগরণ উপবিভাগের ২২ সংখ্যক গান হিসেবে। ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৮৫ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
এটি একটি ভাঙা গান। মূল গান-
ভৈরব। ত্রিতাল
জাগো মোহন প্যারে,
সাঁবরী সূরত মোরে মন ভাবে,
সুন্দর লাল হমারে ॥
প্রাত সমৈ উঠি ভানুদূয় ভয়ো
স্থান বাল সব ভূপত ঠাড়ে
দরশন কে সব ভূখে প্যাসে
উঠি উঠি নন্দকিশোরে
॥
ক্রমিক পুস্তক ১ ও
রবীন্দ্রসংগীত-প্রসঙ্গ ২।
[রবীন্দ্রসঙ্গীত
গবেষণা গ্রন্থমালা ৩য় ভাগ/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৭৯।]
[দ্র:
রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী
চৌধুরানী।
গান
সংখ্যা ৯৯
]
অপর
তুলনীয় গান: মন, জাগ, মঙ্গললোকে [পূজা-২৬৬ ]
[ তথ্য]
[নমুনা]
স্বরলিপি: [মূল স্বরলিপি][সুরান্তর]
স্বরলিপিকার:
ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি দ্বিতীয় ভাগ (মাঘ ১৩১২ বঙ্গাব্দ) থেকে- স্বরবিতান-৪
(চৈত্র ১৩৪৬ বঙ্গাব্দ)-এ কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটি গৃহীত হয়েছিল।
স্বরবিতান-৪-এর পরবর্তী সংস্করণে উক্ত স্বরলিপিটি বর্জিত হয় এবং
একটি সম্পাদিত স্বরলিপি গৃহীত হয়।
বর্তমানে
স্বরবিতান-৪-এর ১৩৮ পৃষ্ঠায় উক্ত স্বরলিপিটি সুরভেদ হিসাবে দেখানো হয়েছে।
স্বরবিতান-৪-এ
গৃহীত মূল স্বরলিপিটি কার তা জানা যায় না।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
রাগ-ভৈরোঁ। তাল-ত্রিতাল। [স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২)]
রাগ-ভৈরোঁ। তাল-কাওয়ালি। [তত্ত্ববোধিনী, গান ]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
গ্রহস্বর: গা।
লয়: মধ্য।