বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
সবে আনন্দ করো
পাঠ ও পাঠভেদ:
সবে আনন্দ করো
প্রিয়তম নাথে লয়ে যতনে হৃদয়ধামে ॥
সঙ্গীতধ্বনি জাগাও জগতে প্রভাতে
স্তব্ধ গগন পূর্ণ করো ব্রহ্মনামে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অষ্টম খণ্ড [মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ। দেওগির বেলাবলী-আড়া চৌতাল। পৃষ্ঠা: ২৫৫-২৫৬] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
কাব্যগ্রন্থাবলী[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। দেওগির বেলাবলী-আড়া চৌতাল। পৃষ্ঠা: ৪৬৪] [নমুনা]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। বাহাদুরী টোড়ি-তাল ঢিমা তেতালা। পৃষ্ঠা: ২৫৯। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। পৃষ্ঠা ৩৮৫] [নমুনা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত 'কাব্যগ্রন্থাবলী'- ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী, মাঘ ১৩৪৮, পর্যায়: পূজা, উপবিভাগ: জাগরণ ২১, পৃষ্ঠা: ১১৬-১১৭] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ২৮৪। উপবিভাগ: জাগরণ: ২১।
এ সকল গ্রন্থাদির
পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান -এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
১৩১০
বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান'
অংশ থেকে গৃহীত হয়েছিল
। এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ
মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
জাগরণ উপবিভাগের ২১ সংখ্যক গান হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৮৪ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান। মূল গান-
দেওগিরি-বেলবলী।
আড়াচৌতাল
(বিলম্বিত)।
সুখ
আনন্দ
করো পীতম মোরা
চলে গঙ্গা
যমুনা নীরে
॥
পঞ্চ তন পাক দরুদ অমুর চার্তন্
মশুর
হাস্য
হাসন বধাও ধীরে
॥
(গীতসূত্রসার
২)
(রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা/শ্রীপ্রফুল্লকুমার
দাস। পৃষ্ঠা ৫৯)
(রবীন্দ্রসংগীতের
ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী চৌধুরানী। গান সংখ্যা ১৯১)
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সুর ও তাল:
স্বরবিতান চতুর্বিংশ খণ্ডে ( বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে দেওগিরি বিলাবল ও আড়া চৌতাল।
রাগ : দেবগিরি বিলাবল। তাল : আড়া চৌতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮১।
রাগ: দেবগিরি। তাল: চৌতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪০।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: সা।
লয়: মধ্যলয়।