বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
জগতে তুমি রাজা,
অসীম প্রতাপ
পাঠ ও পাঠভেদ:
জগতে তুমি রাজা, অসীম প্রতাপ—
হৃদয়ে তুমি হৃদয়নাথ হৃদয়হরণরূপ ॥
নীলাম্বর জ্যোতিখচিত চরণপ্রান্তে প্রসারিত,
ফিরে সভয়ে নিয়মপথে অনন্তলোক ॥
নিভৃত হৃদয়মাঝে কিবা প্রসন্ন মুখচ্ছবি
প্রেমপরিপূর্ণ মধুর ভাতি।
ভকতহৃদয়ে তব করুণারস সতত বহে,
দীনজনে সতত করো অভয় দান ॥
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান: ১২৯৪ বঙ্গাব্দের ১১ই মাঘ
[২৪ জানুয়ারি ১৮৮৮ খ্রিষ্টাব্দ]
আদি ব্রাহ্মসমাজের
অষ্টপঞ্চাশতৎ সাম্বৎসরিক মাঘোৎসব
উৎসব অনুষ্ঠিত হয়েছিল। উক্ত
উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ মোট ১৭টি গান রচনা
করেছিলেন।
এর ভিতরে এই গানটি ছিল
সান্ধ্যকালীন অধিবেশনের ৯টি গানের পঞ্চম গান।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৬ বৎসর ৮-৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৬ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
প্রকাশ ও
গ্রন্থভুক্তি
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। কানাড়া-চৌতাল। পৃষ্ঠা: ৪৬৫][নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী কানাড়া। তাল চৌতাল। পৃষ্ঠা ২৫৮]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস। ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী কানাড়া। তাল চৌতাল। পৃষ্ঠা: ২৮০। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০)
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৭০-১৭১] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ৪৭৩। উপ-বিভাগ: বিবিধ ৯৮।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।ন।
স্বরবিতান অষ্টম (৮) খণ্ডের (মাঘ ১৪১৫) নবম গান। পৃষ্ঠা ২৩-২৪।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮০৫ শকাব্দ ১২৯৪ বঙ্গাব্দ)। কানাড়া-চৌতাল। পৃষ্ঠা ২০৭।
পরিবেশনা:১ ১ মাঘ ১২৯৪ বঙ্গাব্দ (মঙ্গলবার ২৪ জানুয়ারি ১৮৮৮) তারিখে অষ্টপঞ্চাশৎ সাম্বৎরিক মাঘোৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সায়ংকালীন অধিবেশনে গানটি গীত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান:
দরবারী কানাড়া। চৌতাল। (বিলম্বিত)
অচল বিরাজ হো সিংহাসন বৈঠে
রাজাধিরাজ রাজারাম পৃথ্বীপর ॥
তখত বখত তুমহেঁ দিনোঁ করতার
নিস্তার করনকো, নন্দ ভয়ো তঁহ পুর ঘর ঘর ॥
অনেগ অনেগ ভাঁতনক নগ নগ তখত শোভা দেত
মানো ইন্দু জাত ঝল মল কর
তানসেন তুঅ গুণ কহ ন সকত
অন্তত করত সব লোগ ঔর তুঁহি জহান পর এক নর ॥ -তানসেন
সঙ্গীত-মঞ্জরী
দ্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা/শ্রীপ্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ১০।
দ্র: রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী চৗধুরানী। গান সংখ্যা ৭৭।
স্বরলিপিকার: ইন্দিরাদেবী।
সুর ও তাল:
রাগ-কানাড়া। তাল-চৌতাল। [ স্বরবিতান অষ্টম (৮) খণ্ডের (মাঘ ১৪১৫)]
[স্বরলিপি]
বিষায়াঙ্গ: ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: সাঃ।
লয়: মধ্য।