বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: পূর্ণ-আনন্দ পূর্ণমঙ্গলরূপে হৃদয়ে এসো
|পাঠ ও পাঠভেদ:
পূর্ণ-আনন্দ পূর্ণমঙ্গলরূপে হৃদয়ে এসো,
এসো মনোরঞ্জন॥
আলোকে আঁধার হউক চূর্ণ, অমৃতে মৃত্যু করো পূর্ণ-
করো গভীরদারিদ্র্যভঞ্জন॥
সকল সংসার দাঁড়াবে সরিয়া তুমি হৃদয়ে আসিছ দেখি-
জ্যোতির্ময় তোমার প্রকাশে শশী তপন পায় লাজ,
সকলের তুমি গর্বগঞ্জন॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া নাই ।
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
১২৯৪ বঙ্গাব্দের ১১ই মাঘ [২৪ জানুয়ারি ১৮৮৮ খ্রিষ্টাব্দ] আদি ব্রাহ্মসমাজের
অষ্টপঞ্চাশতৎ সাম্বৎসরিক মাঘোৎসব
উৎসব অনুষ্ঠিত হয়েছিল। উক্ত উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ মোট ১৭টি গান রচনা
করেছিলেন। এর ভিতরে এই গানটি ছিল
সান্ধ্যকালীন অধিবেশনের ৯টি গানের দ্বিতীয় গান
।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৬ বৎসর ৮-৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৬ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড [মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ। রাগিণী কল্যাণ-তাল
চৌতাল পৃষ্ঠা: ১৯৮
[নমুনা]
-
দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৯১৬ খ্রিষ্টাব্দ, ১৩২৩ বঙ্গাব্দ।
ধর্ম্ম সঙ্গীত। পৃষ্ঠা: ২৯৭-২৯৮] [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী
কল্যাণ-তাল চৌতাল।
পৃষ্ঠা: ৪৬৪-৪৬৫][নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গান
-
প্রথম সংস্করণ
[সিটি
বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী কল্যাণ-তাল চৌতালা।
পৃষ্ঠা: ২৮৫। [নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী কল্যাণ-তাল চৌতালা। পৃষ্ঠা: ৩৬৯।
[নমুনা]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। গান ৪০২।
পৃষ্ঠা: ৩৯০।[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত
'কাব্যগ্রন্থাবলী'-
ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৬৯]
[নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী,মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ। পূজা,
বিবিধ ৪৭। পৃষ্ঠা ১৬৮]
[নমুনা]
- অখণ্ড
সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ৪১৯ ।
উপবিভাগ:
বিবিধ-৪৫।
-
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। গান। পৃষ্ঠা: ১৮২।
[নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। ইমন
কল্যাণ-চৌতাল।
কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত গান সংখ্যা: ৪০২। রাগিণী কল্যাণ-তাল
চৌতালা। পৃষ্ঠা:
১০৪৯
-
স্বরবিতান দ্বাবিংশ
(২২) খণ্ডের ২০ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৬-৫৮।
[নমুনা]
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮০৫ শকাব্দ ১২৯৪ বঙ্গাব্দ)। কল্যাণ-চৌতাল। পৃষ্ঠা
২০৬। [নমুনা]
-
পরিবেশনা:
১১ মাঘ ১২৯৪
বঙ্গাব্দের
৫৮তম মাঘোৎসবে গানটি গীত হয়েছিল।
-
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান। মূল গান-
কল্যাণ। চৌতাল। পূর্ণ ব্রহ্ম' ।
দ্র:
রবীন্দ্রসংগীতের
ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী চৌধুরানী। গান সংখ্যা ১৩০।
-
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ
সেন।
-
সুর ও তাল:
-
রাগ-ইমন কল্যাণ। তাল-চৌতাল।
[স্বরবিতান-২২]
-
রাগ-কল্যাণ। তাল-চৌতাল।
[তত্ত্ববোধিনী]
-
রাগ:
ইমন কল্যাণ। তাল:
চৌতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৫]
-
রাগ:
ইমনকল্যাণ। তাল:
চৌতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১১২ ]
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ।
-
গ্রহস্বর-ধপা
-
লয়-মধ্য।