অসীম আকাশে অগণ্য কিরণ, কত গ্রহ উপগ্রহ
কত চন্দ্র তপন ফিরিছে বিচিত্র আলোক জ্বালায়ে—
তুমি কোথায়, তুমি কোথায় ?।হায় সকলই অন্ধকার— চ্ন্দ্র, সূর্য, সকল কিরণ,
আঁধার নিখিল বিশ্বজগত।
তোমার প্রকাশ হৃদয়মাঝে সুন্দর মোর নাথ—
মধুর প্রেম-আলোকে তোমারি মাধুরী তোমারে প্রকাশে ॥
সকল গুণ প্রকাশ করলে, নাদ বিস্তারণ গুণীয়ন
						প্রগট সারদা বিদ্যা বনায়ে, য়ে যশকে কারণ 
লীনী 
॥
						দৌ খরজ তুম্বা 
কর সুর জ্যোতি দাঁড়ি দরশ চিমের ভর দঁড়াই কর,
						আসমান  
গমক কর, সুন্দর মোর নার,
						মধ মধ তার কি তান রস উপজ, 
			কে তা রাজ কে 
তা, সবাঁর জবাব উজার কিনি 
॥   
			
						গীতসূত্রসার ২                                  
          
						রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা/শ্রীপ্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ২৫।
          	
			রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী চৌধুরানী। গান সংখ্যা ৪।