বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
জাগিতে হবে রে
পাঠ ও পাঠভেদ:
জাগিতে হবে রে-
মোহনিদ্রা কভু রবে চিরদিন,
ত্যজিতে হইবে সুখশয়ন অশনিঘোষণে ॥
জাগে তাঁর ন্যায়দণ্ড সর্বভুবনে,
ফিরে তাঁর কালচক্র অসীম গগনে,
জ্বলে তাঁর রুদ্রনেত্র পাপতিমিরে ॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। শঙ্করা- চৌতাল। পৃষ্ঠা: ৪৬৫] [নমুনা]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী শঙ্করা তাল- চৌতাল। পৃষ্ঠা: ২৮০-২৮১। [নমুনা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৭১] [নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮), পর্যায়: পূজা, উপবিভাগ: সাধনা ও সংকল্প: ৬, পৃষ্ঠা: ৭৮। [নমুনা]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০), পূজা ১৮০, উপ-বিভাগ : সাধনা ও সংকল্প: ৬।
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ১৮৪] [নমুনা]
স্বরবিতান
পঞ্চচত্বারিংশ (৪৫) খণ্ডের ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৫-৩৬।
[নমুনা]
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮০৯ শকাব্দ ১২৯৪ বঙ্গাব্দ)। শঙ্করা-চৌতাল। পৃষ্ঠা ২০৭। (বৈশাখ ১৮৪২ শকাব্দ)। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রেকর্ড সূত্র: পাওয়া যায় নাই
প্রকাশের
কালানুক্রম: ১২৯৪ বঙ্গাব্দের ১১ই মাঘ
[২৪ জানুয়ারি ১৮৮৮ খ্রিষ্টাব্দ]
আদি ব্রাহ্মসমাজের
অষ্টপঞ্চাশতৎ সাম্বৎসরিক মাঘোৎসব
উৎসব অনুষ্ঠিত হয়েছিল। এই বছরের
তত্ত্ববোধিনী 'ফাল্গুন ১২৯৪
বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এরপর গানটি যে সকল গ্রন্থাদির সাথে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
(১৩০০ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থাবলী (১৩০৩
বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (১৩১০ বঙ্গাব্দ),
গান
প্রথম সংস্করণ
(১৩১৫ বঙ্গাব্দ)
এবং
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬ বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ) ও
কাব্যগ্রন্থ দশম খণ্ড
(১৩২৩
বঙ্গাব্দ)।
১৩৩৮
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান -এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণে গানটি
প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ
মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা
(উপবিভাগ:
সাধনা ও সংকল্প- ৬)।
১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড
গীতবিতানের
পূজা
পর্যায়ের ১৮০ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের
তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
সুর ও তাল:
রাগ-মিশ্র শঙ্করা। তাল-চৌতাল। স্বরবিতান-৪৫
রাগ-শঙ্করা। তাল-চৌতাল। তত্ত্ববোধিনীবৈশাখ ১৩৯০। পৃষ্ঠা: ৭৪]
রাগ: মিশ্র শঙ্করা। তাল: চৌতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৫২]।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।