বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
জাগিতে হবে রে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
পূজা:
১৮০
জাগিতে হবে রে-
মোহনিদ্রা কভু রবে চিরদিন,
ত্যজিতে হইবে
সুখশয়ন অশনিঘোষণে
॥
জাগে
তাঁর ন্যায়দণ্ড সর্বভুবনে,
ফিরে
তাঁর কালচক্র অসীম গগনে,
জ্বলে
তাঁর রুদ্রনেত্র পাপতিমিরে
॥
- পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
- তথ্যানুসন্ধান
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন
-
সুর ও তাল:
-
রাগ-মিশ্র
শঙ্করা। তাল-চৌতাল। স্বরবিতান-৪৫
-
রাগ-শঙ্করা।
তাল-চৌতাল। তত্ত্ববোধিনীবৈশাখ
১৩৯০। পৃষ্ঠা: ৭৪]
-
রাগ:
মিশ্র শঙ্করা। তাল:
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)।
পৃষ্ঠা: ৫২]।
- রাগ: শঙ্করা।
তাল:
কাহারবা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ৯২]
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ।
-
গ্রহস্বর: সা।
-
লয়: মধ্য।