বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: জাগিতে হবে রে

পাঠ ও পাঠভেদ:

       জাগিতে হবে রে-

   মোহনিদ্রা কভু রবে চিরদিন,

 ত্যজিতে হইবে সুখশয়ন অশনিঘোষণে

    জাগে তাঁর ন্যায়দণ্ড সর্বভুবনে,

    ফিরে তাঁর কালচক্র অসীম গগনে,

    জ্বলে তাঁর রুদ্রনেত্র পাপতিমিরে