বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
আজি হেরি সংসার অমৃতময়
।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
পূজা:
৫৪০
আজি হেরি সংসার অমৃতময়।
মধুর পবন,
বিমল কিরণ,
ফুল্ল বন,
মধুর
বিহগকলধ্বনি
॥
কোথা হতে বহিল
সহসা প্রাণভরা প্রেমহিল্লোল,
আহা—
হৃদয়কুসুম উঠিল
ফুটি পুলকভরে
॥
অতি আশ্চর্য
দেখো সবে— দীনহীন ক্ষুদ্র হৃদয়মাঝে
অসীম জগতস্বামী বিরাজে সুন্দর শোভন !
ধন্য এই
মানবজীবন,
ধন্য বিশ্বজগত,
ধন্য তাঁর
প্রেম,
তিনি ধন্য ধন্য
॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
১২৯৪ বঙ্গাব্দের ১১ই মাঘ
[২৪ জানুয়ারি ১৮৮৮ খ্রিষ্টাব্দ]
আদি ব্রাহ্মসমাজের
অষ্টপঞ্চাশতৎ সাম্বৎসরিক মাঘোৎসব
উৎসব অনুষ্ঠিত হয়েছিল। উক্ত
উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ মোট ১৭টি গান রচনা
করেছিলেন।
এর ভিতরে এই গানটি ছিল
প্রাতঃকালীন অধিবেশনের ৮টি গানের সপ্তম গান।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৬ বৎসর ৮-৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৬ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত।
বেলাবলী-চৌতাল।
পৃষ্ঠা: ৪৬৪][নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ [সিটি
বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
পৃষ্ঠা: ২৩৩।
[
নমুনা]
-
ইন্ডিয়ান
প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত।
বেলাবলী-চৌতাল। পৃষ্ঠা: ২৬৪।
[নমুনা]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০] বেলাবলী-চৌতাল।
গান সংখ্যা ৩৯৭।
পৃষ্ঠা: ৩৮৬-৩৮৭। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত
'কাব্যগ্রন্থাবলী'-
ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
১৬৭-১৬৮]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
-
প্রথম খণ্ড, দ্বিতীয়
সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ৫৪০। উপ-বিভাগ:
সুন্দর-২৫।
-
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১]। গান।
পৃষ্ঠা: ১৬৭
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
চতুর্থ ভাগ (বৈশাখ ১৩১৫ বঙ্গাব্দ)। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ
মুদ্রিত হয়েছিল।
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। গান সংখ্যা: ৩৯৭। বেলাবলী-চৌতাল।
পৃষ্ঠা: ১০৪৮
-
স্বরবিতান ত্রয়োবিংশ (২৩) খণ্ডের দ্বিতীয় গান। পৃষ্ঠা ৭।
- পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮০৯
শকাব্দ, ১২৯৪ বঙ্গাব্দ)। বেলাবলী-চৌতাল। পৃষ্ঠা: ২০২।
[নমুনা]
-
পরিবেশনা:
১১ মাঘ ১২৯৪ বঙ্গাব্দ
(শনিবার ২৩
জানুয়ারি ১৮৮৬ খ্রিষ্টাব্দ) তারিখে
অষ্টপঞ্চাশৎ সাম্ববৎসরিক
মাঘোৎসব উপলক্ষে প্রাতঃকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙা গান:
এটি একটি ভাঙা
গান।
এরি পরমেশ্বর।
মূল গান
ইমন-বেলাবলী-চৌতাল।
পরমেশ্বর পুরুষোত্তম পদ্মনাভ পরমাপতি
পঙ্কজদল লোচন প্রভু পুণ্ডরীক মাল এরি।
প্রাণ প্যারে বসুধাকে অর্থ ধর্ম কাম মোক্ষ
পঙ্কজদল হরি পতঙ্গ কা চট যাইরি॥
দ্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ১৪।
কণ্ঠকৌমুদী। ক্ষেত্রমোহন গোস্বামী
-
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
-
সুর ও তাল:
-
রাগ-বিলাবল। তাল চৌতাল স্বরবিতান-২৩ ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-চতুর্থ
ভাগে বেলাবলী' উল্লেখ আছে।
-
রাগ: বিলাবল। তাল:
চৌতাল
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৭]।
-
রাগ: বেলাবলী।
তাল: চৌতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫২]
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ।
-
গ্রহস্বর: মা।
-
লয়: মধ্যলয়।