বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আজি হেরি সংসার অমৃতময়।
পাঠ ও পাঠভেদ:
আজি হেরি সংসার অমৃতময়।
মধুর পবন,
বিমল কিরণ,
ফুল্ল বন,
মধুর
বিহগকলধ্বনি
॥
কোথা হতে বহিল
সহসা প্রাণভরা প্রেমহিল্লোল,
আহা—
হৃদয়কুসুম উঠিল
ফুটি পুলকভরে
॥
অতি আশ্চর্য
দেখো সবে— দীনহীন ক্ষুদ্র হৃদয়মাঝে
অসীম জগতস্বামী বিরাজে সুন্দর শোভন !
ধন্য এই
মানবজীবন,
ধন্য বিশ্বজগত,
ধন্য তাঁর
প্রেম,
তিনি ধন্য ধন্য
॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। বেলাবলী-চৌতাল। পৃষ্ঠা: ৪৬৪][নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। পৃষ্ঠা: ২৩৩। [ নমুনা]
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। বেলাবলী-চৌতাল। পৃষ্ঠা: ২৬৪। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত 'কাব্যগ্রন্থাবলী'- ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ৫৪০। উপ-বিভাগ: সুন্দর-২৫।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি চতুর্থ ভাগ (বৈশাখ ১৩১৫ বঙ্গাব্দ)। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান ত্রয়োবিংশ (২৩) খণ্ডের দ্বিতীয় গান। পৃষ্ঠা ৭।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮০৯
শকাব্দ, ১২৯৪ বঙ্গাব্দ)। বেলাবলী-চৌতাল। পৃষ্ঠা: ২০২। [নমুনা]
পরিবেশনা:
১১ মাঘ ১২৯৪ বঙ্গাব্দ
(শনিবার ২৩
জানুয়ারি ১৮৮৬ খ্রিষ্টাব্দ) তারিখে
অষ্টপঞ্চাশৎ সাম্ববৎসরিক
মাঘোৎসব উপলক্ষে প্রাতঃকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান:
এটি একটি ভাঙা
গান।
এরি পরমেশ্বর।
মূল গান
ইমন-বেলাবলী-চৌতাল।
পরমেশ্বর পুরুষোত্তম পদ্মনাভ পরমাপতি
পঙ্কজদল লোচন প্রভু পুণ্ডরীক মাল এরি।
প্রাণ প্যারে বসুধাকে অর্থ ধর্ম কাম মোক্ষ
পঙ্কজদল হরি পতঙ্গ কা চট যাইরি॥
দ্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ১৪।
কণ্ঠকৌমুদী। ক্ষেত্রমোহন গোস্বামী
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন।
সুর ও তাল:
রাগ-বিলাবল। তাল চৌতাল স্বরবিতান-২৩ ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-চতুর্থ ভাগে বেলাবলী' উল্লেখ আছে।
রাগ: বিলাবল। তাল: চৌতাল [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৭]।
রাগ: বেলাবলী। তাল: চৌতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫২]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: মা।
লয়: মধ্যলয়।