বিষয়: রবীন্দ্রসঙ্গীত। শিরোনাম: নাথ হে, প্রেমপথে সব বাধা ভাঙিয়া
দাও। পাঠ ও পাঠভেদ:
নাথ হে,
প্রেমপথে সব বাধা ভাঙিয়া
দাও।
মাঝে কিছু
রেখো না,
রেখো না-
থেকো না,
থেকো না দূরে
॥
নির্জন সজনে
অন্তরে বাহিরে
নিত্য
তোমারে হেরিব
॥
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান: ১২৯৪ বঙ্গাব্দের ১১ই মাঘ [২৪ জানুয়ারি ১৮৮৮ খ্রিষ্টাব্দ] আদি ব্রাহ্মসমাজের
অষ্টপঞ্চাশতৎ সাম্বৎসরিক মাঘোৎসব
উৎসব অনুষ্ঠিত হয়েছিল। উক্ত উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ মোট ১৭টি গান রচনা করেছিলেন। এর ভিতরে এই গানটি ছিল সান্ধ্যকালীন অধিবেশনের ৯টি গানের অষ্টম গান। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৬ বৎসর ৮-৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৬ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
পরিবেশনা:
১১ মাঘ ১২৯৪ বঙ্গাব্দ
অষ্টপঞ্চাশৎ সাংবৎসরিক মাঘোৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সায়ংকালীন অধিবেশনে গানটি গীত
হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান: এটি একটি ভাঙা গান।
মূল গান-
সুহাকানাড়া। ত্রিতাল
গীতসূত্রসার ২-এ
তাল কাওয়ালি উল্লেখ আছে।
বলমারে চনুরিয়া মুহুকা লাল রঙ্গা
দে
য্যায়সে
তেরি পগিয়া (য়ে হাঁ হাঁ)
অ্যায়সে মোরি রে চুনরিয়া
॥
রঙ্গ রঙ্গিলি নিত ছট কেলি
তোর মঙ্গাদে চূনর মুহুকা লাল রঙ্গা দে
॥
ইন্দিরাদেবী
কর্তৃক সংগৃহীত
দ্রষ্টব্য
রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা/শ্রীপ্রফুল্লকুমার দাস।
পৃষ্ঠা ৮২-৮৩।
দ্রষ্টব্য
রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী চৌধুরানী।
গান সংখ্যা ১১৯।
স্বরলিপিকার:
স্বরবিতান-২২'এর
৮০-৮১ পৃষ্ঠায় কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটি সুরভেদ হিসাবে
দেখানো হয়েছে।
স্বরবিতান-২২’এ
গৃহীত মূল স্বরলিপিটি কার তা জানা যায় না।