কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে
কেমনে জীবন কাটে চির-অন্ধকারে ॥
মহান জগতে থাকি বিস্ময়বিহীন আঁখি,
বারেক না দেখ তাঁরে এ বিশ্বমাঝারে ॥
যতনে জাগায়ে জ্যোতি ফিরে কোটি সূর্যলোক,
তুমি কেন নিভায়েছ আত্মার আলোক ?
তাঁহার আহ্বানরবে আনন্দে চলিছে সবে,
তুমি কেন বসে আছ ক্ষুদ্র এ সংসারে?।
বাবরে কি সঙ্গসাথ। ভৈরবী-চৌতাল।
দ্র: রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী চৗধুরানী। গান সংখ্যা
৬২।
রাগ-ভৈরবী। তাল-চৌতাল। [স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২)] সঙ্গীত-প্রকাশিকা পত্রিকা ('আশ্বিন ১৩১১ বঙ্গাব্দ)
বিষায়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
গ্রহস্বর: সঋা ।
লয়: মধ্য।