বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: আজি কোন্
ধন
হতে বিশ্বে আমারে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক
১৪১২ )-এর পূজা
পর্যায়ের ২৫১ সংখ্যক গান। উপবিভাগ
আশ্বাস
১১ ,
আজি কোন্ ধন হতে বিশ্বে আমারে
কোন জনে করে বঞ্চিত—
তব চরণ-কমল-রতন-রেণুকা
অন্তরে আছে সঞ্চিত ॥
কত নিঠুর
কঠোর দরশে ঘরষে মর্মমাঝারে শল্য বরষে,
তবু
প্রাণ মন পীযুষপরশে পলে পলে পুলকাঞ্চিত ॥
আজি কিসের
পিপাসা মিটিল না ওগো
পরম পরানবল্লভ !
চিতে চিরসুধা
করে সঞ্চার তব
সকরুণ করপল্লব ।
নাথ,
যার যাহা আছে তার তাই থাক্ ,
আমি থাকি চিরলাঞ্ছিত—
শুধু তুমি
এ জীবনে নয়নে নয়নে থাকো চিরবাঞ্ছিত ॥
RBVBMS 426 (i)
[নমুনা]
পাঠভেদ:
স্বরবিতান-২২
-এর পাঠভেদ
অংশে (পৃষ্ঠা-৮৩) এই গানটির একটি পাঠভেদ পাওয়া যায়; নিম্নে সেটি
তুলে দেওয়া হলো-
চৈতালি (১৩০৩) ও গীতবিতান (আশ্বিন ১৩৩৮) গ্রন্থে
'সকরুণ কর-পল্লব' ছত্রের পর এবং
'নাথ, যার যাহা আছে'
ছত্রের আগে অতিরিক্ত এই আট ছত্র আছে :
হেথা কত দিন রাতে অপমানে-ঘাতে
আছি নতশির গঞ্জিত,
তবু চিত্ত ললাট তোমারি স্বকরে
রয়েছে তিলক রঞ্জিত !
হেথা কে আমার কানে কঠিন বচনে
বাজায় বিরোধ ঝঞ্ঝনা !
প্রাণে দিবস রজনী উঠিতেছে ধ্বনি
তোমারি বীণার গঞ্জনা।
ক. রচনাকাল ও স্থান:
পাণ্ডুলিপিতে গানটির রচনাকাল ও স্থানের নাম নেই।
চৈতালি
কাব্যগ্রন্থে 'প্রার্থনা'
শিরোনামে অন্তর্ভুক্ত হয়েছে এবং এর সাথে গানটির রচনাকাল উল্লেখ আছে- '
১৪ই শ্রাবণ ১৩০৩'। গানটি রবীন্দ্রনাথের ৩৫ বৎসর ৩ মাস বয়সের রচনা।
এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৫ বৎসর
৩ মাস।
[৩৫ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- প্রকাশের কালানুক্রম: গানটি
প্রথম প্রকাশিত হয়েছিলে
কাব্যগ্রন্থাবলী
(১৩০৩ বঙ্গাব্দ)-এর অন্তর্গত চৈতালী কাব্যাংশের সাথে। এরপর যে সকল গ্রন্থে
গানটি অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সগুলো হলো-
কাব্যগ্রন্থ
অষ্টম
খণ্ড
(১৩১০
বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
দ্বিতীয় ভাগ (১৩১২ বঙ্গাব্দ),
গান প্রথম
সংস্করণ (১৩১৫)ও
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬),
চৈতালি (১৩১৮ বঙ্গাব্দ) ও
ধর্ম্মসঙ্গীত (১৩২১ বঙ্গাব্দ)। এ
সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
-এ, কাব্যগ্রন্থাবলীর
(১৩০৩ বঙ্গাব্দ)
চৈতালী থেকে গৃহীত হয়েছিল
। এরপর
এর প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই
সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
আশ্বাস
উপবিভাগের ১১ সংখ্যক গান হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৫১ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: