বিষয়: রবীন্দ্রসঙ্গীত।  
শিরোনাম: আজি  কোন্ 
ধন 
হতে বিশ্বে আমারে
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ। পূজা ২৫১। 
	
আজি   কোন্ ধন হতে বিশ্বে আমারে
       
		কোন জনে করে বঞ্চিত—
		তব    চরণ-কমল-রতন-রেণুকা
       
		অন্তরে আছে সঞ্চিত ॥
কত    নিঠুর 
কঠোর দরশে ঘরষে  মর্মমাঝারে শল্য বরষে,
		        
		তবু 
প্রাণ মন পীযুষপরশে পলে পলে পুলকাঞ্চিত ॥
		আজি   কিসের 
পিপাসা মিটিল না ওগো
        
		পরম পরানবল্লভ !
		চিতে   চিরসুধা 
করে সঞ্চার তব
       
	সকরুণ করপল্লব ।
		নাথ, 
		   যার যাহা আছে তার তাই থাক্ ,
আমি থাকি চিরলাঞ্ছিত —
		শুধু       তুমি 
এ জীবনে নয়নে নয়নে থাকো চিরবাঞ্ছিত 
[নমুনা]
পাঠভেদ: স্বরবিতান-২২'এর ৮৩ পৃষ্ঠা 
থেকে পাঠভদের বিবরণ তুলে দেওয়া হলো। 
 - চৈতালি (১৩০৩) ও গীতবিতান (আশ্বিন ১৩৩৮) গ্রন্থে 
সকরুণ কর-পল্লব' ছত্রের পর এবং নাথ', যার যাহা আছে' 
ছত্রের আগে অতিরিক্ত এই আট ছত্র আছে :
           
হেথা    কত দিন রাতে অপমানে-ঘাতে
                    
আছি নতশির গঞ্জিত,
           
তবু    চিত্ত ললাট তোমারি স্বকরে
                   
রয়েছে তিলক রঞ্জিত !
           
হেথা   কে আমার কানে কঠিন বচনে
                   
বাজায় বিরোধ ঝঞ্ঝনা !
           
প্রাণে   দিবস রজনী উঠিতেছে ধ্বনি
                   
তোমারি বীণার গঞ্জনা।
 
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: 
পাণ্ডুলিপিতে গানটির রচনাকাল ও স্থানের নাম নেই।
	চৈতালি
	কাব্যগ্রন্থে 'প্রার্থনা' 
শিরোনামে অন্তর্ভুক্ত হয়েছে এবং এর সাথে গানটির রচনাকাল উল্লেখ আছে- '
১৪ই শ্রাবণ ১৩০৩'।  গানটি রবীন্দ্রনাথের ৩৫ বৎসর ৩ মাস বয়সের রচনা। 
এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৫ বৎসর 
৩ মাস। 
 
 
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	- স্বরলিপিকার:
	 কাঙ্গালীচরণ সেন ।
- সুর ও তাল: 
	- রাগ-মিশ্র কেদারা। 
তাল-চৌতাল।
- 
		রাগ: কেদারা। 
তাল: চৌতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা 
			। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।
- 
			রাগ:
			কেদারা। তাল: চৌতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার 
		চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫০।]
 
 
- বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত। 
- সুরাঙ্গ: 
ধ্রুপদাঙ্গ। 
- গ্রহস্বর: মা।
- লয়: মধ্য।