বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আজি কোন্
ধন
হতে বিশ্বে আমারে
পাঠ ও পাঠভেদ:
আজি কোন্
ধন
হতে বিশ্বে আমারে
কোন জনে করে
বঞ্চিত—
তব
চরণ-কমল-রতন-রেণুকা
অন্তরে আছে
সঞ্চিত
॥
কত নিঠুর
কঠোর দরশে ঘরষে মর্মমাঝারে শল্য বরষে,
তবু
প্রাণ মন পীযুষপরশে পলে পলে পুলকাঞ্চিত
॥
আজি কিসের
পিপাসা মিটিল না ওগো
পরম পরানবল্লভ !
চিতে চিরসুধা
করে সঞ্চার তব
সকরুণ করপল্লব।
নাথ,
যার যাহা আছে তার তাই থাক্,
আমি থাকি চিরলাঞ্ছিত—
শুধু তুমি
এ জীবনে নয়নে নয়নে থাকো চিরবাঞ্ছিত
॥
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। চৈতালি। শিরোনাম প্রার্থনা। পৃষ্ঠা: ৪২৬-৪২৭] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী কেদারা- তাল চৌতাল। পৃষ্ঠা: ৩০৮] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী কেদারা- তাল চৌতাল। পৃষ্ঠা: ৩১২] [নমুনা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। (কাব্যগ্রন্থাবলীর (১৩০৩ বঙ্গাব্দ) চৈতালি চৈতালী থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৯৭-৯৮] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮), পূজা। আশ্বাস ১১। পৃষ্ঠা ১০৫-১০৬] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ২৫১। আশ্বাস-১১।
প্রথম সংস্করণ, স্বতন্ত্র গ্রন্থ [ ইন্ডিয়ান পাবলিশিং হাউস। ১৩১৮ বঙ্গাব্দ। শিরোনাম: প্রার্থনা। পৃষ্ঠা: ৬২-৬৩] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। গান। পৃষ্ঠা: ৬৮-৬৯] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। মিশ্র কেদারা-চৌতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রেকর্ডসূত্র: রেকর্ডসূত্র পাওয়া যায় নি
প্রকাশের কালানুক্রম: গানটি প্রথম প্রকাশিত হয়েছিলে কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর অন্তর্গত চৈতালী কাব্যাংশের সাথে। এরপর যে সকল গ্রন্থে গানটি অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সগুলো হলো- কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (১৩১০ বঙ্গাব্দ), ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১৩১২ বঙ্গাব্দ), গান প্রথম সংস্করণ
রাগ: কেদারা। তাল: চৌতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।