বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা : 
শিরোনাম: 
আর 
কত দূরে আছে সে আনন্দধাম।
পাঠ ও পাঠভেদ:
	
		
			    আর 
কত দূরে আছে সে আনন্দধাম।
						আমি শ্রান্ত,
আমি অন্ধ, আমি 
পথ নাহি জানি ॥
 
			    রবি যায় অস্তাচলে আঁধারে ঢাকে ধরণী-
 
			    করো কৃপা অনাথে হে বিশ্বজনজননী ॥
 
			    অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে-
			
						বৃথা খেলা,
বৃথা মেলা, 
বৃথা বেলা গেল বহে।
 
			    আজি সন্ধ্যাসমীরণে লহো শান্তিনিকেতনে,
 
			    স্নেহকরপরশনে চিরশান্তি দেহো আনি ॥
		
	
	- পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ: 
- 
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: 
		
		গানটির 
		রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
		 রবীন্দ্রনাথ ১৩০৩ 
		বঙ্গাব্দের শ্রাবণ মাসের ১৪ থেকে ২৯ তারিখের মধ্যে কলকাতায় থাকাকালে এই 
গানটি-সহ মোট ৯টি গান রচনা করেন। 
		এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৫ বৎসর ৩-৪ মাস। 
 [
	৩৫ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
 
- খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	- 
	
	গ্রন্থ:
	
- 
	কাব্যগ্রন্থ
- 
	অষ্টম খণ্ড 
	[মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ। রাগিণী 
		হাম্বীর-তাল তেওরা। । পৃষ্ঠা: ২৬২
[নমুনা]
- 
	দশম খণ্ড
				[ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ। ধর্ম্মসঙ্গীত। পৃষ্ঠা: ৩০৬।
			
	[নমুনা]
 
- 
		কাব্যগ্রন্থাবলী 
				
				[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। 
		হাম্বীর-তেওরা।  পৃষ্ঠা: ৪৬৯] [নমুনা]
- 
		
		
		গান 
		
		
			- 
			প্রথম সংস্করণ 
			[ইন্ডিয়ান প্রেস ১৯০৮ খ্রিষ্টাব্দ, ১৩১৫ বঙ্গাব্দ। রাগিণী দেশ-তাল 
			কাওয়ালি। পৃষ্ঠা: ৩০৫-৩০৬] [নমুনা: 
			প্রথমাংশ,
	শেষাংশ]
- 
			
					
	
					দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ 
			বঙ্গাব্দ)। 
			ব্রহ্মসঙ্গীত। 
			রাগিণী হাম্বির-তাল 
			তেওরা। পৃষ্ঠা: 
			৩১০-৩১১]
			[নমুনা:
			৩১০,
			৩১১]
 
- 
	
	
	গীতবিতান
- ধর্ম্মসঙ্গীত
			[ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। গান। পৃষ্ঠা: ১৮৯।
[নমুনা]
- 
	
	ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। 
হাম্বীর-তেওড়া। কাঙ্গালীচরণ 
সেন-কৃত 
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল। 
- 
	
	স্বরবিতান 
দ্বাবিংশ (২২) খণ্ডের সপ্তম গান। পৃষ্ঠা ২২। [নমুনা]
 
- 
	
	পরিবেশনা:
	১১ মাঘ ১৩০৩ বঙ্গাব্দের
	
	সপ্তষষ্ঠী মাঘোৎসবে গানটি গীত হয়েছিল।
 
 
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: 
	- স্বরলিপিকার: 
	কাঙ্গালীচরণ সেন
- 
	
	সুর ও 
	তাল: 
	
	- 
	
	রাগ-হাম্বীর। 
তাল-তেওরা [স্বরবিতান-২২]
- 
				
				রাগ : হাম্বীর। 
			তাল:
				তেওরা 
				[রবীন্দ্রসংগীত 
			: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। 
			পৃষ্ঠা: ৩৩।
			]
- 
				রাগ: হাম্বীর। তাল: 
				তেওরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, 
			পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।  পৃষ্ঠা: ৬৩।]
 
- 
	
	বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত। 
- 
	
	সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
- গ্রহস্বর:  ধা।
	
- 
	
লয়: ঈষৎ দ্রুত।