বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: একি করুণা করুণাময়
	
		
		            
		একি করুণা করুণাময় !
     হৃদয়শতদল উঠিল ফুটি অমল কিরণে তব পদতলে ॥
				অন্তরে বাহিরে হেরিনু তোমারে লোকে লোকে লোকান্তরে-
     আঁধারে আলোকে সুখে দুখে, হেরিনু হে
		
        স্নেহে প্রেমে জগতময় চিত্তময় ॥
		
	
	- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি নাই। 
- তথ্যানুসন্ধান
	
		- ক. রচনাকাল ও স্থান: 
১১ই মাঘ ১৩০৬ বঙ্গাব্দে
		৬৭তম 
		মাঘোৎসবের জন্য হৃদয় বরণ খুলে গেল
		'-
		গানটি ভেঙে এ গানটি রচনা করেন।
 
- 
	খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- 
গ্রন্থ:
			
				- 
				
				কাব্যগ্রন্থাবলী 
				
				[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। বাহার। পৃষ্ঠা: ৪৬৯] 
[নমুনা]
- 
				
				গান 
- 
গীতবিতান
- 
		
		
		
		ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। গান। 
		পৃষ্ঠা: ১৯৪।
[নমুনা]
- 	ব্রহ্মসঙ্গীত 
স্বরলিপি প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)।
বাহার-আড়াঠেকা। কাঙ্গালীচরণ
			সেন-কৃত 
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
- 
				
স্বরবিতান 
চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) ৪৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ১০১-১০২। 
	[নমুনা]
 
- 
পত্রিকা: 
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩০৯ বঙ্গাব্দ)।
- পরিবেশনা: 
	১১ই মাঘ ১৩০৬ বঙ্গাব্দে
			৬৭তম 
	মাঘোৎসবের প্রথম গীত হয়েছিল।
 
- 
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		
			- 
			এটি একটি  ভাঙা গান।  
 মূল গান : নটরে মা বরণ। বাহার। আড়াঠেকা।
 দ্র: রবীন্দ্রসঙ্গীত গবেষণা গ্রন্থমালা ৩য় খণ্ড /প্রফুল্লকুমার দাস।
 
- স্বরলিপি: 
[নমুনা]
			
- 
			স্বরলিপিকার:
			কাঙ্গালীচরণ সেন।
- 
			সুর ও তাল: রাগ-বাহার। তাল-আড়াঠেকা স্বরবিতান চতুর্থ (৪) খণ্ড (মাঘ ১৪১২) 
			
- 
			রাগ: বাহার। তাল: আড়াঠেকা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৫]।
			
- 
						রাগ: বাহার। তাল: আড়াঠেকা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৬] 
			
 
- বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
- গ্রহস্বর:  সা।