পাঠ ও পাঠভেদ:
আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও,
আমার আনন্দে ভাসাও ॥
না চাহি তর্ক না চাহি যুক্তি, না জানি বন্ধ না জানি মুক্তি,
তোমার বিশ্বব্যাপিনী ইচ্ছা আমার অন্তরে জাগাও ॥
সকল বিশ্ব ডুবিয়া যাক শান্তিপাথারে,
সব সুখ দুখ থামিয়া যাক হৃদয়মাঝারে।
সকল বাক্য সকল শব্দ সকল চেষ্টা হউক স্তব্ধ—
তোমার চিত্তজয়িনী বাণী আমার অন্তরে শুনাও ॥
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ)। রাগিণী
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী দেশ-তাল একতালা। পৃষ্ঠা: ৩০৬ [নমুনা]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী দেশ-তাল একতালা। পৃষ্ঠা: ৩১১। [ নমুনা ]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮), পর্যায়: পূজা, উপবিভাগ: প্রার্থনা ৩২২, পৃষ্ঠা: ৫৩। [নমুনা]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০), পূজা ১২৩, উপ-বিভাগ : প্রার্থনা ৩২, পৃষ্ঠা: ৫৬-৫৭।
গীতরত্নাবলী চতুর্থ ভাগ (১৯০০ খ্রিষ্টাব্দ, ১৩০৭ বঙ্গাব্দ)।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ), গান, পৃষ্ঠা: ১৫১-৫২। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
বাঙালীর গান (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ১৯০৫ খ্রিষ্টাব্দ, ১৩১২ বঙ্গাব্দ)), গান সংখ্যা ২৩৭, দেশ-একতালা, পৃষ্ঠা ৬৬৬-৬৭।
প্রকাশের
কালানুক্রম: ১১ মাঘ ১৩০৩
বঙ্গাব্দের
সপ্তষষ্ঠি মাঘোৎসবে গানটি প্রথম গীত হয়েছিল।
এরপর যেসকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়ৈছিল- সেগুলো
হলো-
গীতরত্নাবলী
চতুর্থ ভাগ (১৩০৭),
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড
(১৩১০),
বাঙালীর গান
(১৩১২),
গান
প্রথম সংস্করণ
(১৩১৫),
গান
দ্বিতীয় সংস্করণ (১৩১৬),
ধর্ম্মসঙ্গীত (১৩২১), ও
কাব্যগ্রন্থ দশম খণ্ড
(১৩২৩)।
এ সকল
গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান -এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
- গানটি প্রথম অন্তর্ভুক্ত
হয়েছিল। এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ
মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের উপবিভাগ: প্রার্থনা হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের
আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১২৩ সংখ্যক গান হিসেবে
অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
স্বরলিপি: স্বরলিপি নেই।
সুর ও তাল: