বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও
পাঠ ও পাঠভেদ:
আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও,
আমার আনন্দে ভাসাও ॥
না চাহি তর্ক না চাহি যুক্তি,  না জানি বন্ধ না জানি মুক্তি,
তোমার বিশ্বব্যাপিনী ইচ্ছা আমার অন্তরে জাগাও ॥
সকল বিশ্ব ডুবিয়া যাক শান্তিপাথারে,
সব সুখ দুখ থামিয়া যাক হৃদয়মাঝারে।
সকল বাক্য সকল শব্দ  সকল চেষ্টা হউক স্তব্ধ—
তোমার চিত্তজয়িনী বাণী আমার অন্তরে শুনাও ॥