একতাল
মূল নিবন্ধ : একতাল
 

৩।৩।৩।৩। মাত্রা ছন্দে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীত পাওয়া ১৭২টি। নিচে এর তালিকা দেওয়া হলো।


১. অনেক পাওয়ার মাঝে মাঝে [প্রেম-১০০] [তথ্য]
. অন্তর মম বিকশিত করো অন্তরতর হে [পূজা-১১১] [তথ্য]
৩.
অমল কমল সহজে জলের কোলে [পূজা-৩২৫] [তথ্য]
৪.
অমল ধবল পালে লেগেছে [প্রকৃতি-১৪৫] [তথ্য]
৫. অলকে কুসুম না দিয়ো [প্রেম-১২৬] [তথ্য]
৬.
অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় [পূজা-৫৯৫] [তথ্য]
৭. অশ্রুনদীর সুদূর পারে [পূজা-৫৬৬] [তথ্য]
৮.
অসীম ধন তো আছে তোমার [পূজা-৭৯] [তথ্য]
৯. আছে দুঃখ
, আছে মৃত্যু, বিরহদহন লাগে [পূজা-২৪৮] [তথ্য]
১০. আজি প্রণমি তোমারে চলিব, নাথ [পূজা-৪৯৫] [তথ্য]
১১.
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি [স্বদেশ-২১] [তথ্য]
১২. আজি বিজন ঘরে নিশীথরাতে[পূজা-২০২]  [তথ্য]
১৩. আজি শরততপনে  প্রভাতস্বপনে [প্রকৃতি-১৪১] [তথ্য]
১৪.
আঁধার রজনী পোহাল [পূজা-৩৩০] [তথ্য]

১৫. আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ [পূজা-৪৭৬] [তথ্য]
১৬. আমরা পথে পথে যাব সারে সারে [স্বদেশ-৩৪] [তথ্য]
১৮.
আমাদের যাত্রা হল শুরু এখন
ওগো কর্ণধার [স্বদেশ-১৩] [তথ্য]
১৯.
মায় ছ জনায় মিলে পথ দেখায় [পূজা ও প্রার্থনা ৩৮] [তথ্য]
২০.
আমায় বলো না গাহিতে বোলো না [স্বদেশ-২২] [তথ্য]
২১. আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে [পূজা-১৬৪] [তথ্য]
২২. আমার মন মানে না [প্রেম-৫৮] [তথ্য]
২৩. আমার মুখের কথা তোমার [পূজা-১০৮] [তথ্য]
২৪. আমার যা আছে আমি সকলই [পূজা-১৮১] [তথ্য]
২৫.
আমার যাবার সময় হল [বিচিত্র-১৩৩] [তথ্য]
২৬.
মার যে সব দিতে হবে [পূজা-৪৮২] [তথ্য]
২৭. আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে [পূজা-৫০] [তথ্য]
২৮. আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও [পূজা-১২৩] [তথ্য]
২৯. আমি কেবলই স্বপন [বিচিত্র ৬৮] [তথ্য]
৩০. আমি কেমন করিয়া জানাব। [পূজা-৬৭] [তথ্য]
৩০.
আমি চিনি গো চিনি তোমারে [প্রেম-৮৬] [তথ্য]
৩১. আমি তোমায় যত শুনিয়েছিলাম গান [পূজা-৫] [তথ্য] 
৩২.
আমি তোমারি মাটির কন্যা [বিচিত্র-৯৮] [তথ্য]
৩৩.
আমি নিশি নিশি কত [প্রেম-৩০৩] [তথ্য]
৩৪.
আমি বহু বাসনায় প্রাণপণে চাই [পূজা-২২৫] [তথ্য]
৩৫.
আমি শুধু রইনু বাকি [বিচিত্র-১৩৫] [তথ্য]
৩৬.
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল [প্রকৃতি-৩৩] [তথ্য]
৩৭.এ কী লাবণ্যে পূর্ণ প্রাণ [পূজা-৫৩৯] [তথ্য]
৩৮.
এ মণিহার আমায় নাহি সাজে [পূজা-৪৮৯] [তথ্য]
৩৯.
এই করেছ ভালো, নিঠুর হে [পূজা-২২৩] [তথ্য]
৪০.
এই মলিন বস্ত্র ছাড়তে হবে [পূজা-১৭৫] [তথ্য]
৪১.
একবার তোরা মা বলিয়া ডাক্‌ [জাতীয় সঙ্গীত ১১] [তথ্য]
৪২.
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কার [পূজা-৫০৪] [তথ্য]
৪৩. ও অকূলের কূল, ও অগতির গতি [পূজা-৭০] [তথ্য/a>]
৪৪. ওই জানালার কাছে বসে আছে [নাট্যগীতি-২৭] [
তথ্য]
৪৫.
ওকে ধরিলে তো ধরা দেবে না [প্রেম-২৪০] [তথ্য]
৪৬.
ওগো এত প্রেম-আশা [প্রেম-৩০২] [তথ্য]
৪৭.
ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ [প্রেম-৩৫] [তথ্য]
৪৮.
ওগো নদী, আপন বেগে পাগল-পারা [বিচিত্র-৮০] [তথ্য]
৪৯. ওরে
, তোরা নেই বা কথা বলল [স্বদেশ-২৭] [তথ্য]
৫০. ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর [বিচিত্র ৭৩] [তথ্য]
৫১. ওরে সাবধানী পথিক [বিচিত্র ৬৬] [তথ্য]

৫২. ওহে
, জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ [পূজা-৪৮০, পূজা ও প্রার্থনা -৬৯] [তথ্য]
৫৩.
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া [প্রেম ও প্রকৃতি ২০] [তথ্য]
৫৪.
কমলবনের মধুপরাজি [বিচিত্র-৮] [তথ্য]
৫৫.
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে [পূজা-৩০৪] [তথ্য]
৫৬.
কী রাগিণী বাজালে হৃদয়ে [প্রেম-৫৫] [তথ্য]
৫৭.
কী হল আমার [প্রেম-৩৪৯] [তথ্য]
৫৮.
কে উঠে ডাকি মম বক্ষে নীড়ে থাকি [প্রেম-২৯৯] [তথ্য]
৫৯.
কে গো অন্তরতর সে [পূজা-৫২৫] [তথ্য]
৬০.
কেন ধরে রাখা [প্রেম-২৪১] [তথ্য]
৬১. কেন নয়ন আপনি ভেসে যায়।
[প্রেম-২৪৬] [তাসের দেশ] [তথ্য]
৬২. কেন যামিনী না যেতে জাগালে না [প্রেম-১২৪] [তথ্য]
৬৩.
কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয় [পূজা-৬০৮] [তথ্য]
৬৪.
কোথা আছ, প্রভু [পূজা ও প্রার্থনা -৬] [তথ্য]
৬৫. কোন্‌ শুভখনে উদিবে নয়নে [পূজা-১৪৫] [তথ্য]
৬৬. খুলে দে তরণী, খুলে দে তোরা [প্রেম ও প্রকৃতি ১৪] [তথ্য]
৬৭. গহন কুসুমকুঞ্জ-মাঝে [
ভানুসিংহঠাকুরের পদাবলী-৮] [তথ্য]
৬৮.
গাও বীণা-বীণা, গাও রে [পূজা-৪৫৮] [তথ্য]
৬৯.
ঘাটে বসে ছি নমনা [পূজা-১৭৪] [তথ্য]
৭০.
চাহি না সুখে থাকিতে হে  [পূজা ও প্রার্থনা-৫০] [তথ্য] 
৭১. ছিল যে পরানের অন্ধকারে [বিচিত্র-১১০] [তথ্য]
৭২. জগতের আনন্দযঞ্জে আমার নিমন্ত্রণ [পূজা-৩১৭] [তথ্য]
৭৩. জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো [পূজা-৯৫] [তথ্য]
৭৪. জীবনে আমার যত আনন্দে পেয়েছি দিবস-রাত
[পূজা-৪৯৮] [তথ্য]
৭৫.
জ্বল্ জ্বল্ চিতা দ্বিগুণ দ্বিগুণ [নাট্যগীতি-১] [তথ্য]
৭৬.
ঝড়ে যায় উড়ে যায় গো [প্রেম-৩২৩] [তথ্য]
৭৭.
ডাকিছ শুনি জাগিনু প্রভু [পূজা-১৭০] [তথ্য]
৭৮.
তবু পারি নে সঁপিতে প্রাণ [জাতীয় সংগীত-৯] [তথ্য]
৭৯.
তার অন্ত নাই গো যে নন্দে গড়া [পূজা-৩১২] [তথ্য]
৮০.
তুই কেবল থাকিস সরে সরে [পূজা-২৬০] [তথ্য]
৮১.
তুমি আমাদের পিতা [পূজা-৩৯২] [তথ্য]
৮২.
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব'লে [পূজা-৩৯৭] [তথ্য]
৮৩.
তুমি তো সেই যাবেই চ’লে [প্রেম ও প্রকৃতি ৭১] [তথ্য]
৮৪. তুমি বন্ধু
, তুমি নাথ, নিশিদিন তুমি আমার। [পূজা-৬৯] [তথ্য]
৮৫. তুমি যত ভার দিয়েছ সে ভার [পূজা-১০০] [তথ্য]
৮৬.
তুমি রবে নীরবে হৃদয়ে মম [প্রেম-৬২] [তথ্য]

৮৭.
তুমি সন্ধ্যার মেঘমালা [প্রেম-৩৬, প্রেম ও প্রকৃতি-৫৬] [তথ্য]
৮৮. তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও [বিচিত্র-১৩১] [তথ্য]
৮৯. তোমায় আমায় মিলন হবে ব'লে [পূজা-৩৪] [তথ্য]
৯০. তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে। [পূজা-৭৩] [তথ্য]
৯১. তোমার কথা হেথা কেহ তো বলে না [পূজা-৩৯৫] [তথ্য]
৯২. তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী [পূজা-১১৩] [তথ্য]
৯৩. তোমারি গেহে পালিছ স্নেহে।[পূজা-৫০০] [তথ্য]
৯৪. তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ [জাতীয় সংগীত-৮] [তথ্য]
৯৫. দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে [পূজা-৪৮৮] [তথ্য]
৯৬. দুইটি হৃদয়ে একটি আসন [আনুষ্ঠানিক-১] [তথ্য]
৯৭.দুখের কথা তোমায় বলিব না [পূজা ও প্রার্থনা-৩৫] [তথ্য]
৯৮. দেবতা জেনে দূরে রই দাঁড়ায় [পূজা-১৫৬] [তথ্য]
৯৯. দেশ দেশ নন্দিত করি মন্দ্রিত তব ভেরী [স্বদেশ-১৬] [তথ্য]
১০০. দেশে দেশে ভ্রমি তব দুখগান [জাতীয় সংগীত-৬] [তথ্য
১০১. ধনে জনে আছি জড়ায়ে হায় [পূজা-১১৮] [তথ্য]
১০২. নয়ন তোমারে পায় না দেখিতে[পূজা-৪৮৭, পূজা ও প্রার্থনা-৬৭] [তথ্য]
১০৩. নয়ন মেলে দেখি আমায় [প্রেম-৩৮৫] [তথ্য]
১০৪. নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে [পূজা-৩৫৯] [তথ্য]
১০৫. নিভৃত প্রাণের দেবতাযেখানে জাগেন একা [পূজা-৩০০] [তথ্য]
১০৬. পাদপ্রান্তে রাখ সেবকে [পূজা-১২৫] [তথ্য]
১০৭. পিতার দুয়ারে দাঁড়াইয়া সবে  ভুলে যাও [পূজা ও প্রার্থনা-৩২] [তথ্য]
১০৮. পুরানো জানিয়া চেয়ো না আমারে [প্রেম-৭৫] [তথ্য]
১০৯. পুরানো সেই দিনের কথা [প্রেম ও প্রকৃতি ৩৪] [তথ্য]
১১০. প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই[পূজা-৩৪২] [তথ্য]
১১১. প্রভু আমার প্রিয় আমার [পূজা-৬৮] [তথ্য]
১১২. প্রভু, খেলেছি অনেক খেলা [পূজা ও প্রাথ্না-৬২] [তথ্য]
১১৩. প্রাণে খুশির তুফান উঠেছে [পূজা-৩১৪] [তথ্য]
১১৪. প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত [পূজা-৩৯৩] [তথ্য]
১১৫. ফুলটি ঝরে গেছে রে [প্রেম ও প্রকৃতি ৩৮] [তথ্য]
১১৬. বঁধু, মিছে রাগ কোরো না [প্রেম ও প্রকৃতি ৫৮] [তথ্য]
১১৭. বড়ো বেদনার মতো বেজেছ তুমি [প্রেম-৫৭] [তথ্য]
১১৮. বল দাও মোরে বল দাও [পূজা-১১০] [তথ্য]
১১৯. বলি গো সজনী [প্রেম ও প্রকৃতি ৪০] [তথ্য]
১২০. বসন্তে আজ ধরার চিত্ত [প্রকৃতি-২৫৪] [তথ্য]
১২১. বাংলার মাটি বাংলার জল [স্বদেশ-২০] [তথ্য]
১২২. বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার [পূজা-১৩৬] [তথ্য]
১২৩. বুক বেঁধে তুই দাঁড়া দেখি [স্বদেশ-৩৩] [তথ্য]
১২৪.বেলা গেল তোমার পথ চেয়ে [পূজা-১৪৮] [তথ্য]
১২৫. ভালোবাসিলে যদি সে ভালো না বাসে [নাট্যগীতি-৩৪] [তথ্য]
১২৬. ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে [পূজা-২৫৭] [তথ্য]
১২৭. ভুবনেশ্বর হে, মোচন কর’ বন্ধন সব মোচন কর’ হে [পূজা-১২২] [তথ্য]
১২৮. মন্দিরে মম কে আসিলে হে[পূজা-৪৬০] [তথ্য]
১২৯. মম যৌবননিকুঞ্জে গাহে পাখি [প্রেম-১৩৮] [তথ্য]
১৩০. মাঝে মাঝে তব দেখা পাই। [পূজা-৩৯৪, পূজা ও প্রার্থনা-৬৮] [তথ্য]

১৩১.
মেঘের পরে মেঘ জমেছে [প্রকৃতি-৩২] [তথ্য]
১৩২.
মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ [পূজা-৫১৯] [তথ্য]
১৩৩.
মোরা সত্যের ’পরে মন [বিচিত্র-৪০] [তথ্য]
৩৪. মোরে বারে বারে ফিরালে [পূজা-৪৩০] [তথ্]
১৩৫. যতবার আলো জ্বালাতে চাই
[পূজা-১৬৫]

১৩৬. যদি আসে তবে কেন [প্রেম-৩৪২]
১৩৭.
যদি জোটে রোজ [নাট্যগীতি-৬২]
১৩৮.
যদি তোমার দেখা না পাই, প্রভু [পূজা-১৩৯]
১৩৯.
যদি প্রেম দিলে না প্রাণে [পূজা-৫২১]
১৪০.
যা হারিয়ে যায় তা আগলে ব’সে রইব কত আর [পূজা-২৩৯]
১৪১.
যাদের চাহিয়া তোমারে ভুলেছি [পূজা-৪০৩]
১৪২. যারা কাছে আছে তারা কাছে থাক্ [পূজা-৩৬৯]
১৪৩.
যে কাঁদনে হিয়া কাঁদিছে [বিচিত্র-১১১]
১৪৪.
যে তরণীখানি ভাসালে দুজনে [আনুষ্ঠানিক-৮]
১৪৫. যে ফুল ঝরে সেই তো ঝরে [প্রেম-৩৮৭]
১৪৬.
যেতে যেতে চায় না যেতে [পূজা-১৫৩]
১৪৭.
যোগী হে, কে তুমি [নাট্যগীতি-২২]
১৪৮. রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে [পূজা-৬৩] [তথ্য
১৪৯.
শীতল তব পদছায়া
[পূজা-৪৭১]
১৫০. শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়। [পূজা-৩৭]
১৫
. শুন লো শুন লো বালিকা [ভানুসিংহঠাকুরের পদাবলী ]
১৫
. সংসার যবে মন কেড়ে লয়[পূজা-৪৭৯]
১৫
. সকল গর্ব দূর করি দিব [পূজা-৫১৫]
১৫
. সকাতরে ওই কাঁদিছে সকলে [পূজা ও প্রার্থনা-১৮]
১৫
. সখা, তুমি আছ কোথা [পরিশিষ্ট-৩]
১৫
. সখা হে, কী দিয়ে আমি [প্রেম ও প্রকৃতি ৩৯]
১৫
. সখী, ভাবনা কাহারে বলে [নাট্যগীতি-১১]
১৫
.সজনি সজনি রাধিকা লো [ভানুসিংহঠাকুরের পদাবলী-৫]
৫৯. সন্ধ্যা হল গো- ও মা, সন্ধ্যা হল [পূজা-১৬০] [তথ্য]
১৬
. সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে [পূজা-৩৬৭] [তথ্য]
১৬
. সার্থক জনম আমার জন্মেছি এই দেশ[স্বদেশ-২৪] [তথ্য]
১৬
. সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর। [পূজা-৬৫] [তথ্য]
১৬
.
সুখে থাকো র সুখী করো [আনুষ্ঠানিক-৫]
১৬৪.
সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার [প্রেম-৩২]
১৬৫.
হারে রে রে রে রে [বিচিত্র-৪৮]
১৬৬.
হৃদয়শশী হৃদিগগনে  উদিল মঙ্গললগনে [পূজা-৫২৩]
১৬৭. হৃদয়ে ছিলে জেগে [প্রকৃতি-১৫৭]
১৬৮.
হৃদয়ের মণি আদরিণী মোর [প্রেম ও প্রকৃতি ১৩]
১৬৯.
হে ভারত, আজি তোমারি সভায় [জাতীয় সংগীত-১৩]
১৭০. হে মোর দেবতা, ভরিয়া এ 'দেহ প্রাণ [পূজা : ৮৫] [তথ্য]
১৭১. হে সখা, মম হৃদয়ে রহো [পূজা-৪১১]
১৭২. হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে [পূজা-১৪০] [তথ্য]


৪।৪।৪ মাত্রা ছন্দে এই ছন্দে নিবদ্ধ গানের সংখ্যা ৪টি। গানগুলো হলো-

১. জননীর দ্বারে আজি ওই শুন গো [স্বদেশ-৩৭]
২.
জাগো নির্মল নেত্রে  রাত্রির পরপারে [পূজা-২৭৫]
৩.
নয়ান ভাসিল জলে [পূজা-৪০৫] [তথ্য]
৪.
শ্রাবণবরিষন পার হয়ে [প্রকৃতি-৪৫] [তথ্য]

এছাড়া বিলম্বিত একাতালে নিবদ্ধ গান ১টি। গানটি হলো

ও গান আর গাস্ নে [প্রেম ও প্রকৃতি ৩৬]

 


সূত্র :
ভারতীয়  সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ ১৩৭২।
তবলা শিক্ষা। বি.বটব্যাল।