বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
দেবতা জেনে দূরে
রই দাঁড়ায়ে,
পাঠ ও পাঠভেদ:
দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে,
আপন জেনে আদর করি নে।
পিতা ব’লে প্রণাম করি পায়ে,
বন্ধু ব'লে দু হাত ধরি নে ॥
আপনি তুমি অতি সহজ প্রেমে
আমার হয়ে যেথায় এলে নেমে
সেথায় সুখে বুকের মধ্যে ধ’রে সঙ্গী ব'লে তোমায় বরি নে ॥
ভাই তুমি যে ভাইয়ের মাঝে, প্রভু,
তাদের পানে তাকাই না যে তবু—
ভাইয়ের সাথে ভাগ ক'রে মোর ধন তোমার মুঠা কেন ভরি নে।
ছুটে এসে সবার সুখে দুখে
দাঁড়াই নে তো তোমারি সম্মুখে,
সঁপিয়ে প্রাণ ক্লান্তিবিহীন কাজে প্রাণসাগরে ঝাঁপিয়ে পড়ি নে ॥
পাণ্ডুলিপির পাঠ:
[RBVBMS 478] [নমুনা]
পাঠভেদ: পাঠভেদ
আছে।
স্বরবিতান-৩৭-এর পাঠভেদ
আছে।
আমার
হয়ে যেথায় এলে নেমে : গীতলিপি ৫
আমার
হয়ে এলে যেথায় নেমে : গীতবিতান (আশ্বিন
১৩৩৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ [বিশ্বভারতী ১৩৮০। পূজা ১৫৬, উপবিভাগ: বিরহ ২৯]
রেকর্ডসূ্ত্র
: পাওয়া যায় নি।প্রকাশের কালানুক্রম: ১৩১৭ বঙ্গাব্দের প্রকাশিত গীতাঞ্জলির গানটি প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল, সেগুলো হলো- ধর্ম্মসঙ্গীত (১৩২১), কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (১৩২৩) গীতলেখা পঞ্চম ভাগ (১৩২৯)
ও সঙ্গীত গীতাঞ্জলি (১৩৩৪)গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার:
সুরেন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায়। [গীতলিপি পঞ্চম ভাগ থেকে স্বরবিতান-৩৭'এ
গৃহীত হয়েছে।]
[সুরেন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপির তালিকা]
ভীমরাও শাস্ত্রী। [সঙ্গীত গীতাঞ্জলি]
সুর ও তাল:
রাগ-সিন্ধু খাম্বাজ। তাল-একতাল।
গ্রহস্বর-স।
লয়-মধ্য।