গীতাঞ্জলি

গীতাঞ্জলি ১৩১৭ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। বেঙ্গল লাইব্রেরির ক্যাটালগ অনুযায়ী গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ১৯১০ খ্রিষ্টাব্দ (সোমবার, ২০ ভাদ্র ১৩১৭)। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, ইন্ডিয়ান পাবলিশিং হাউস (২২, কর্ণওণয়ালিস স্ট্রীট কলিকাতা) থেকে। ছাপা হয়েছিল কান্তিক প্রেস (২০, কর্ণওণালিস স্ট্রীট, কলকাতা) থেকে। এই গ্রন্থের মূল্য রাখা হয়েছিল ১ টাকা। মুদ্রণ সংখ্যা ছিল ১০০০।

 

এই গ্রন্থের শুরুতে 'বিজ্ঞাপন' শিরোনামে রবীন্দ্রনাথ লিখেছিলেন

'এই গ্রন্থের প্রথম কয়েকটি গান পূর্ব্বে অন্য দুই একটি পুস্তকে প্রকাশিত হইয়াছে। কিন্তু আল্প সময়ের ব্যবধানে যে সমস্ত গান পরে পরে রচিত হইয়াছে তাহাদের পরস্পরের মধ্যে একটি ভাবের ঐক্য থাকা সম্ভবপর মনে করিয়া তাহাদের সকলগুলিই এই পুস্তকে একত্রে বাহির করা হইল।'

এই বিজ্ঞাপনের সাথে স্থান ও তারিখ উল্লেখ ছিল 'শান্তিনিকেতন বোলপুর। ৩১শে শ্রাবণ, ১৩১৭'।

গীতাঞ্জলির এই সংস্করণে গান ও কবিতা ছিল ১৫৭টি। এর ভিতরে পূর্বে প্রকাশিত শারদোৎসবের ৬টি ও প্রায়শ্চিত্ত-এর ১টি গান অন্তর্ভুক্ত হয়েছিল। বাকি ১৫০টি গান ও কবিতা ছিল নতুন। এই ১৫৭টি গান ও কবিতার ভিতরে বর্তমানে গান হিসেবে পাওয়া যায় ৮৫টি।  [দেখুন: সূচি ও নমুনা। গীতাঞ্জলি ১৩১৭।]


১৯১৩ খ্রিষ্টাব্দে একটি বিশেষ গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এই গ্রন্থটির ইংরেজি নাম ছিল-
GITANJALII (Song offerings)। বাঙালিদের কাছে সাধারণভাবে এই গ্রন্থটি গীতাঞ্জলি নামে পরিচিত।  ১৩১৭ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথের একটি পৃথক গানের বই প্রকাশিত হয়- এই বইটির নামও গীতাঞ্জলি। উল্লেখ্য রবীন্দ্রনাথ তাঁর কিছু গান ও কবিতার স্বকৃত ইংরেজি গদ্য অনুবাদ নিয়ে একটি সংকলন প্রস্তুত করেছিলেন।
                                                            [
দেখুন: GITANJALII (Song offerings) নোবেল পুরস্কারপ্রাপ]
 

নিচে গীতাবিতানে গৃহীত গানগুলোর তালিকা দেওয়া হলো।

  1. আমার খেলা যখন ছিল তোমার সনে [পূজা-৬৪] [গীতাঞ্জলি ৬৯] [তথ্য] [নমুনা]
  2. আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান [পূজা-২৩] [গীতাঞ্জলি ৩১] [তথ্য] [নমুনা]
  3. কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে [পূজা-৩৩] [তথ্য] [নমুনা]
  4. তুমি কেমন করে গান করো হে গুণী [পূজা-৪] [গীতাঞ্জলি ২২] [তথ্য] [নমুনা]
  5. সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর। [পূজা-৬৫] [গীতাঞ্জলি ১২০] [তথ্য] [নমুনা]
  6. হেথা যে গান গাইতে আসা [পূজা-২২] [গীতাঞ্জলি ৩৯] [তথ্য]  [নমুনা: ৪৭, ৪৮]